ফের শিরোনামে কলকাতার এনআরএস মেডিকেল কলেজ । এই মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আবারও প্রতিবাদের ঝড় হাসপাতালের পরিকাঠামোর উপর। মিলল না অ্যাম্বুলেন্স, বৃষ্টির মধ্যেই স্ট্রেচারে করে এক রোগীকে এজেসি বোস রোডের উপর নিয়ে যাওয়া হল।
কলকাতার এনআরএস মেডিকেল কলেজের এক রোগীকে বৃষ্টির মধ্যে স্ট্রেচারে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিতে রোগীকে স্ট্রেচারে হাসপাতাল থেকে দশ মিনিট দূরে স্টুডেন্টস্ হেলথ সেন্টারে স্থানান্তরিত করা হয়েছিল।
Patient shifted like this in the heart of Kolkata! No ambulance! It’s intermittently raining or drizzling since morning today. Solid break by colleague Sourav Datta, the best health reporter in Bengal. pic.twitter.com/OjHC6oKHxX
— Anindya (@AninBanerjee) June 19, 2021
স্ট্রেচারে শোয়ানো রোগী, বৃষ্টি থেকে বাঁচাতে কাপড়ে ঢাকা রোগীর শরীর। এমন দৃশ্য দেখে চমকে উঠে ছিলেন অনেকেই। ভিডিও ভাইরাল হতেই নেড়েচেড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে খতিয়ে দেখা হবে। দিতে হবে কৈফিয়ত।
এনআরএস মেডিকেল কলেজ এর এক সুপারিনটেনডেন্ট ইন্দিরা দে বলেছেন, “আমরা অ্যাম্বুলেন্সে রোগীদের নিয়ে যেতে চাই, কেন ঘটেছে তা আমরা তদন্ত করে দেখছি”। যদিও হাসপাতাল দোষারোপ করছে রোগীর পরিবারের লোকজনদের।