সারেগামাপা’র বিচারকদের মুখের ভাষা নিয়ে ক্ষোভপ্রকাশ নেটিজেনদের

সারেগামাপা

আরও একবার কাঠগড়ায় সারেগামাপার বিচারক। তবে এবার অন্তরা মিত্র নন। গায়ক ইন্দ্রদীপ দাশগুপ্তের মুখের ভাষা শুনে গায়কের বিরুদ্ধে চূড়ান্ত কটাক্ষ নেট নাগরিকদের।

সারেগামাপার সাম্প্রতিক পর্বে প্রতিযোগী তিথির গান বিচারকদের খুব একটা মন পছন্দ হয়নি। আর তিথির গানের গলার সমালোচনা করতে গিয়েই ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, ‘গলাটা খারাপ? ঠান্ডা লেগেছে? গানটির যে মূলভাব সেটার মধ্যে ঢুকিসনি বাবা। গানটার যে রিদম বাজছে সেটার মধ্যে একটা ঝোল আছে। ওই ঝোলটা গাওয়ায় ছিল না। গাওয়া গাওয়ার মতো হচ্ছে ঝোলটা নেই। এমন কিছু রকেট সায়েন্স নেই যে করতে হবে। তাল নিতে হবে। মূলভাব নিতে হবে। তোর থেকে এটা আশা করিনি।’

সম্প্রতি এই পর্বের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ছরিয়ে পড়তেই কটাক্ষের শিকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। কমেন্টে কেউ লিখেছেন, ‘মাছের ঝোল,, ডিমের ঝোল, মাংসের ঝোল হয় শুনেছি কিন্তু গানের ঝোল এই ফাস্ট শুনলাম । গানের মধ্যেও ঝোল রয়েছে।’ আরেকজন লেখেন, ‘ইমন কে গাইতে বলুন না যে ঝোল টা কীভাবে দিতে হবে। যতসব।’ কেউ লেখেন, “ঝোল ” এটা সঙ্গীত এর কোন ধরনের বিশেষণ কে জানে।’