ভাই-বোনের খুনসুটির সুন্দর মুহূর্ত একেই বলে, অতনুর কান্ড দেখে অবাক নেটিজেন

অতনু মিশ্র

মাত্র ১২ বছর বয়সেই কাথির ছেলে অতনুর গানে বিভোর আট থেকে আশি। সারেগামাপা-২৪ জয়ী অতনু মিশ্রর জয়ে গর্বিত তার বাবা-মা ও পরিবার। অতনুর জীবনে গান খুবই প্রিয়, আরও একটা জিনিস করতে ভালোবাসে এই খুদে শিল্পী, সেটা হল দুষ্টুমি।

অতনু একা না, রয়েছে তার বড় দিদিও। আর তার সাথেই যত খুনসুটি খুদে শিল্পীর। সাথে বড় দিদিকে বেশ ভালোওবাসে অতনু। সম্প্রতি অতনুর ফেসবুক পেজে উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে রিমোর্ট হাতে টিভিতে খেলা দেখছিল অতনুর দিদি, আর ঠিক তখনই দিদিকে জরিরে ভাইয়ের কত আদর। ভাই-বোনের খুনসুটির সেই সুন্দর মুহূর্তটিই উঠে এসেছে ফেসবুকের পাতায়।

Previous articleবিয়ের পর সুখবর ঘোষণা করলেন গায়িকা দেবলীনা নন্দী
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।