মাত্র ১২ বছর বয়সেই কাথির ছেলে অতনুর গানে বিভোর আট থেকে আশি। সারেগামাপা-২৪ জয়ী অতনু মিশ্রর জয়ে গর্বিত তার বাবা-মা ও পরিবার। অতনুর জীবনে গান খুবই প্রিয়, আরও একটা জিনিস করতে ভালোবাসে এই খুদে শিল্পী, সেটা হল দুষ্টুমি।
অতনু একা না, রয়েছে তার বড় দিদিও। আর তার সাথেই যত খুনসুটি খুদে শিল্পীর। সাথে বড় দিদিকে বেশ ভালোওবাসে অতনু। সম্প্রতি অতনুর ফেসবুক পেজে উঠে আসা ভিডিয়োতে দেখা যাচ্ছে, চেয়ারে বসে রিমোর্ট হাতে টিভিতে খেলা দেখছিল অতনুর দিদি, আর ঠিক তখনই দিদিকে জরিরে ভাইয়ের কত আদর। ভাই-বোনের খুনসুটির সেই সুন্দর মুহূর্তটিই উঠে এসেছে ফেসবুকের পাতায়।