জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম ‘এই পথ যদি না শেষ হয়’। অল্পদিনের মধ্যেই দর্শকের মন জিতে নিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে যেভাবে যৌথ পরিবারের কনসেপ্টকে তুলে ধরা হচ্ছে তা সত্যিই প্রশংসিত। ধারাবাহিকের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ঊর্মি চরিত্র অর্থাৎ অভিনেত্রী অন্বেষা হাজরা। তার সাবলীল অভিনয় ইতিমধ্যে প্রশংসা পাচ্ছে ইন্ডাস্ট্রিতে। তবে এবার উর্মিকে দিয়ে অবাঙালি প্রথা ‘করবা চৌথ’ পালন করিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়তে হল এই ধারাবাহিক নির্মাতাদের।
সম্প্রতি এই ধারাবাহিকের এক দৃশ্যে দেখানো হয়েছে, ঊর্মির অনুরোধে বাঙালি বাড়িতে চলছে ‘করবা চৌথ’ উৎসব। আর তাতেই বিপত্তি। নেটিজেনদের একাংশ দাবী জানিয়েছে, “ঊর্মিকে দিয়ে বাঙালি বাড়িতে কেন অবাঙালি প্রথা ‘করবা চৌথ’ পালন করানো হল?”।
নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন, ধারাবাহিকে চরিত্রদের দিয়ে অবাঙালি সংস্কৃতি করবা চৌথ পালন করানোর দৃশ্য গ্রহণযোগ্য নয়। যেই ধারাবাহিকে ভাইফোঁটা, কালী পূজা, লক্ষ্মী পূজার মত অনুষ্ঠান দেখানো হয় সেখানে ‘করবা চৌথ’ একেবারেই মানানসই নয়।
ইতিমধ্যেই ধারাবাহিকের নির্মাতাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভরেছে সমালোচনা এবং কটাক্ষের ঝড়। যদিও অন্যদিকে ধারাবাহিকের অনুরাগীরা নেমেছে পাল্টা প্রতিবাদে। তাদের দাবী, ‘সংকীর্ণ মানসিকতার বাইরে বেরিয়ে সমস্ত সংস্কৃতিকে উদারভাবে গ্রহণ করা উচিত’। যদিও এসব সমালোচনা নিয়ে এখনও চুপ ধারাবাহিকের নির্মাতারা।
সূত্রঃ kolkatajournal . com/entertainment-news/bengali-serial/ei-poth-jodi-na-sesh-hoy-serial-got-criticized-on-social-media-9385