ভালো অভিনয় জানা সত্ত্বেও নেগেটিভ চরিত্র! নেগেটিভ চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন ‘নিম ফুলের মধু’র মৌমিতা ওরফে মানসী সেনগুপ্ত

মানসী সেনগুপ্ত

অভিনেত্রী মানসী সেনগুপ্ত, ছোটপর্দার একজন জনপ্রিয় মুখ। এই মুহূর্ত নিয়মিত জি-বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে অভিনয় করছেন এই অভিনেত্রী। ধারাবাহিকে মৌমিতা চরিত্রে অভিনয় করছেন তিনি। তার চরিত্রটি নেগেটিভ। বেশিরভাগ ধারাবাহিকে তাকে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যায়।

‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে সুন্দরী ভিলেন পায়েল সেন চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়াও ‘পিলু’ ধারাবাহিকে বিন্দি খলচরিত্রটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। যথেষ্ট ভালো অভিনয়ের পরেও একের পর এক ধারাবাহিকে শুধু মাত্র নেগেটিভ চরিত্রেই কেন অভিনয় করেন মানসী?

এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলতে দেখা যায় অভিনেত্রীকে। তিনি জানান, টানা পাঁচ বছর গ্রে শেডের চরিত্র আমি অভিনয় করেছি। তাই সওয়া হয়ে গেছে। আর সত্যি বলতে ভিলেন চরিত্র করতে বেশ মজা লাগে। আমাকে দেখে লোকজন গালিগালাজ করে, মজার ট্রোল করে। সেটা একজন অভিনেত্রী হিসাবে আমার পাওয়া”।

মানসী সেনগুপ্ত

মানসী আরও জানান, ইন্ডাস্ট্রিতে আসার আগে তিনি একটি চ্য়ানেলে অ্যাঙ্কারিং করতেন। তার এক বান্ধবী টেলিভিশনে কাজ করতেন। তাকে বলেছিলেন সিরিয়ালে কাজের জন্য। এরপর একটা অডিশনে তাকে ডাকা হয়। প্রথম ‘মেম বউ’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। যদিও সেটা মাত্র ছয় মাসের মতো ছিল। এরপরে স্টার জলসার ‘কুঞ্জছায়া’ সিরিয়াল সুযোগ পান। এরপর থেকে একের পর এক ধারাবাহিকে অভিনয় করছেন। তবে যাই হোক না কেন, তিনি সিরিয়ালে কাজ করে যেতে চান।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here