১২-১৪ ঘন্টা শ্যুটিং করে পড়াশোনা, মাধ্যমিকের রেজাল্ট নিয়ে মন খারাপ ‘রামপ্রসাদ’-এর নায়িকা সুস্মিলির

সুস্মিলি

আজ প্রকাশ পেল মাধ্যমিকের ফলাফল। গত বছরের তুলনায় এবছর পাশের সংখ্যা বেড়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন অভিনেত্রী সুস্মিলি আচার্য। যিনি ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন,

১২-১৪ ঘন্টা শ্যুটিংয়ের পাশাপাশি পড়াশুনো চালিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। শুটিং পাশাপাশি পড়াশুনো চালানো খুবই চাপের বিষয়। তবুও হাল ছাড়েননি সুস্মিলি। শত কষ্ট হলেও শুটিংয়ের পর মাধ্যমিক পরীক্ষার জন্য জোরকদমে প্রস্তুতি নিয়েছিলেন। পরীক্ষার কিছুদিন আগে পড়াশুনোর জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন।

তবে রেজাল্ট আউটের পর মন খারাপ হয়ে পড়েছে তার। আশানুরূপ নম্বর আসেনি। গরফার আদর্শ বালিকা শিক্ষায়তন থেকে ৫০% নম্বর নিয়ে পাশ করেছেন ছোটপর্দার সৌদামিনী।

এক সাক্ষাৎকারে সুস্মিলির মা জানিয়েছেন, “৬০ শতাংশ নম্বর আশা করেছিলেন মেয়ে। তাই মন খারাপ সুস্মিলির। প্রতিদিন ও যে ১২-১৪ ঘণ্টা শুটিং করে পড়াশুনোটা চালিয়েছে এটাই এটাই বড় পাওয়া।