‘নীলু প্রেগনেন্ট নয়’! নীলুকে কষিয়ে চড় মারল সৌর্যের মা, ‘মিঠিঝোরা’ ধারাবাহিক ঘিরে বেজায় খুশি দর্শক

মিঠিঝোরা

বর্তমানে চর্চায় রয়েছে জি বাংলা অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’। শুরুর প্রথম থেকে তেমন সাফল্য না মিললেও বর্তমানে রাইয়ের নায়কের এন্ট্রি নেওয়ায় এই ধারাবাহিক ঘিরে কৌতূহল জন্মছে দর্শকমহলে।

বহুদিন ধরে এই ধারাবাহিকের দর্শকেরা অপেক্ষা করে ছিলেন নীলুর পর্দাফাঁসের। রাইকে ফাঁসিয়ে নীলুর একের পর এক অন্যায় এবং নিজের শ্বশুরবাড়ির লোকের সামনে মিথ্যা প্রেগনেন্ট হওয়ার নাটক করে আসছে সে। তবে এবার ফাঁস হয়ে গেল সেই তথ্য। ধারাবাহিকের আজকের এপিসোড ঘিরে খুশি দর্শক।

ধারাবাহিকের আজকের এপিসোডে দেখা যাবে শৌর্যের বৌদি এবং মা জেনে যায় নীলু কোনোদিনও প্রেগনেন্ট ছিলোই না। তারা শৌর্যকে সেকথা জানালে অবাক হয়ে যায় শৌর্য। শৌর্যের চোখে জল চলে আসে। এদিকে কিছুতেই নীলু মানতে রাজী নয়। নীলু আরও মিথ্যা বলতে থাকলে সকলের সামনে শৌর্যের মা নীলুকে কষিয়ে চড় মারে।

শৌর্য ভেতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় এবং মনে মনে বলতে থাকে রাই তোমার দেওয়া দায়িত্ব আমি আর বইতে পারছিনা। নীলু শৌর্যকে বোঝাতে চাইলে শৌর্য নীলুর মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ধারাবাহিকে আজকের পর্বে নীলুর পরিস্থিতি দেখে ভীষণ খুশি হয়েছেন দর্শক।