ইয়াসে বিধ্বস্ত মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন নীল-তৃণা

নীল-তৃণা

একদিকে অতিমারি, অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিয়েছে দিঘা, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অঞ্চল। ঝড়ে বাড়ি-ঘড় হারিয়ে অসহায় এলাকার বেশ কিছু মানুষ। তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে টলিপাড়ার অনেকেই। কিছুদিন আগেই জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীকে ত্রাণ বিলি করতে দেখা গেছে। এবার এগিয়ে এল টলি পাড়ার মিষ্টি কাপল নীল-তৃণা । নতুন সংস্থা ‘মাই স্কাই ফাউন্ডেশন’ মাধ্যমে বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ান এই নবদম্পতি।

এই উদ্যোগে নীল-তৃণা একা নন, তাদের পাশে রয়েছে আরও ৫ জন বন্ধু। তারা একসাথে পূর্ব মেদিনীপুর সহ অন্যান্য কিছু অঞ্চলে ত্রাণ পৌঁছে দেবার ব্যবস্থা করেছেন। অভিনেত্রী তৃণা সাহা জানান, “আমরা ক্ষতিগ্রস্থ মানুষদের যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করছি। তাদের প্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, মশলা, জামাকাপড় তাদের কাছে পৌঁছে দেব”।

এইভাবেই মানুষের বিপদে পাশে এগিয়ে এসেছেন এই টলি কাপল। তাদের অনুরাগীরা তাদের এই কাজের জন্য প্রশংসা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here