‘আমি নিজে জল খেয়ে খেয়ে কাটিয়েছি, মেয়ে যাতে কষ্ট না পায়’, অতীতের দিনের স্মৃতিতে আবেগপ্রবণ জাতীয় পুরস্কার প্রাপ্ত ইমনের বাবা

ইমনের বাবা

ইমন চক্রবর্তী আজ বাংলার একজন খ্যাতনামা শিল্পী। গান গেয়ে পেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত। তবে এই সাফল্যে পৌঁছাতে অনেক লড়াই চালাতে হয়েছিল ইমনকে। সোনার চামচ নিয়ে তার জন্ম হয়নি। তার এই সাফল্যের নেপথ্যে তার বাবা। মেয়েক অনেক কষ্ট করে মানুষ করেছেন ইমনের বাবা শংকর চক্রবর্তী।

ছোটবেলাতেই মাকে হারিয়েছেন ইমন। এক মা হারা মেয়েকে বড় করে তুলতে একাই লড়াই চালিয়ে গিয়েছেন জীবনভর। মেয়ে আজ একজন জনপ্রিয় গায়িকা। মেয়ের জন্য আজ গর্বে বুক ফুলে যায় শংকর চক্রবর্তীর। কিন্তু অতীতের দিনের সেই চরম অভাবের দিনগুলি সহজে কি ভালো যায়?

এক সংবাদমাধ্যমের কাছে পুরনো দিনের সেই কথা গুলো তুলে ধরলেন ইমনের বাবা। শংকর চক্রবর্তী জানিয়েছেন, ” এমন দিন গেছে বাড়ি ভাড়া দেওয়া হয়নি। কিন্তু ইমন জানতে পারেনি, বলা যায় জানাতে দেওয়া হয়নি। সকাল বেলায় বেরাতাম রাত ১২/১ টায় বাড়ি ফিরতাম। ওঁকে সব খাবার দাবার দিতাম কিন্তু নিজে পেটে কিছু দিইনি। জল খেয়ে খেয়ে কাটিয়েছি। ওকে কষ্ট দিই নি কারণ কষ্ট পেলে ও আর গানটা করতে পারবে না। ওকে তো ঠিক রাখতেই হবে”।

তবে জনপ্রিয় হওয়ার পর ইমন সেই সব অতীতের লড়াইটা ভুলে যায়নি। একসময় তার বাবা তার জন্য কষ্ট করেছে, তাই বাবার যত্নে কোনও ত্রুটি রাখে না সে। বাবাকে নিয়ে সবসময় চিন্তিত ইমন চক্রবর্তী।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here