‘বীথি চরিত্রটি করার আগে আমি রুপাদি’কে ফোন করি’, ‘মেয়েবেলা’ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অনুশ্রী দাস

অভিনেত্রী অনুশ্রী দাস

সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে যেই ধারাবাহিক নিয়ে বিতর্ক, সেটা হচ্ছে স্টার জলসার ‘মেয়েবেলা’। ধারাবাহিকের বীথি চরিত্রটি নিয়ে বেশ শোরগোল। রুপা গাঙ্গুলি ছিলেন ধারাবাহিকের মূল আকর্ষণ, আর তিনি মাঝপথে ছেড়ে চলে যাওয়ায় ব্যাপক চর্চা হয়।

এই মুহূর্তে ধারাবাহিকে বীথি চরিত্রে রুপা গাঙ্গুলির পরিবর্তে অভিনয় করছেন অভিনেত্রী অনুশ্রী দাস। নিশ্চিন্তে তিনিও একজন দক্ষ শিল্পী। দর্শকেরা অনেকেই তাদের মতামত জানিয়েছেন রুপা গাঙ্গুলির জায়গায় অনুশ্রী দাসকে মানাচ্ছে না। এবার ‘মেয়েবেলা’র বিতর্ক, চরিত্রটি tv9bangla-এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী।

বীথি চরিত্রে অভিনয় ছেড়ে দেওয়ার পর অভিনেত্রী রুপা গাঙ্গুলি জানিয়েছেন বীথি চরিত্রে যা নোংরামি দেখানো হচ্ছে তার পক্ষে এই চরিত্রে অভিনয় করা সম্ভব নয়। এদিকে বীথির অভিযোগকে উড়িয়ে দিয়ে টিমের এক সদস্য পাল্টা ‘রুপা’র মুড সুইং’-এর অভিযোগ আনেন।

এসবের মাঝেই মুখ খুলতে দেখা যায় বর্তমান বীথি চরিত্রে নামভূমিকায় অনুশ্রী দাসকে। অভিনেত্রী জানান, “প্রথমে এই চরিত্রে অফার পেয়ে ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ রূপা কাঁপিয়ে দ্রৌপদীতে অভিনয় করেছেন তার জায়গা নিজেকে মেনে নিতে পারছিলেন না প্রথমে। এই চরিত্রে নেওয়ার আগে তিনি রুপা দি (রুপা গাঙ্গুলি)-কে ফোন করে জানান, তুমি কি আর একবার ভাববে?” অনুশ্রী দাসকে রুপা গাঙ্গুলি এক বাক্য জানিয়ে দেন না। এরপরই অভিনেত্রী এই চরিত্রে তার জার্নি শুরু করেন”।

প্রথমদিন সেটে এসে তিনি ভাবেন মৌ-ডোডো হয়তো তাকে রুপা দির জায়গায় মেনে নিতে পারছে না। কিন্তু পরে তাদের সাথে আলাপ হয়ে ভুল ভাঙ্গে অভিনেত্রীর।

বীথি রিগ্রেসিভ মানতে নরাজ অভিনেত্রী। অনুশ্রীর কথায়, “বীথি একজন কঠিন মানুষ। যার মধ্যে বিভিন্ন শেডস আছে। অনেক স্তর আছে। সেটা ভেবে করাটাও কিন্তু খুব চাপের। কেউ কী একটা কথা বলেছেন, সেটার সূত্র টেনে এনে রিগ্রেসিভ বলে কিন্তু লাভ হবে না”।

tv9bangla অভিনেত্রীর কাছে প্রশ্ন রেখেছিলেন “দর্শকেরা অনেকেই বলছেন নতুন বীথিমাসিকে তাঁরা দেখতে চান না”। উত্তরে অনুশ্রী দাস জানান, “আমি চেষ্টা করব আপনাদের ভালোবাসা পেতে। যদি যোগ্য মনে হয় তাহলেই ভালোবাসা দেবেন”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here