স্টার জলসায় ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকে জমজমাট পর্ব। এবার কমলিকার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াল নন্দিনী। ধারাবাহিকে দৃশ্য দেখে বেজায় খুশি দর্শক।
ধারাবাহিকে বাড়ির সদস্যের প্রতি অন্যায় করছে কমলিকা। সেটা দেখেই রুখে দাঁড়ায় নন্দিনী। নন্দিনী-কে চড় মারতে গেলে কমলিকার হাত ধরে ফেলে নবাব। আর সেই মুহূর্তে কমলিকা নবাব-কে বলে ‘ক্লাবের টাকা দিয়ে সংসার চালানোর জন্য বেশ কিছু এখনও সময় বাকি। ক্লাব থেকে অগ্রিম ২ লক্ষ টাকা দিয়েছে সেটাও তো তোমার কাছে নেই নবাব’। কমলিকার এই কথা শুনে অবাক হয়ে যায় নন্দিনী।
ঠিক সেই সময় নন্দিনী সকলের সামনে কমলিকা-কে বলে তাহলে সেই টাকাটাই অফিসের টাকা বলে আমাকে দিয়ে সরিয়ে দিয়েছিলেন। কমলিকা এবার নিজের জালেই নিজে ফেঁসে যাবে। তবে ধারাবাহিকের এই এপিসোড দেখে খুশি অনুরাগীরা।