এই প্রথমবার একফ্রেমে ধরা দিতে চলেছে মা-মেয়ের জুটি। হ্যাঁ, কথা হচ্ছে বাংলা বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী ও তার মেয়ে মেখলা চক্রবর্তীকে নিয়ে। মা-মেয়ের যুগলবন্দী ধরা দেবে এবার অঞ্জন দত্তের ছবি ‘চলচ্চিত্র এখন’-এ।
তবে ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মেয়ে মেখলার মুখে মায়ের সম্পর্কে একাধিক অভিযোগ শুনতে পাওয়া গেল। কোন এক সাক্ষাৎকারে বেশ খানিকটা অভিমানের সুরেই মেখলা জানায়, তার মা নাকি সবসময় তার ভুল ক্লাস, ভুল সেকশন, ভুল রোল নম্বর, ভুল বয়স বলে এসেছে লোকজনকে। তাকে নিয়ে একটুও চিন্তিত নয় তার মা। এমনকি তার মা মনে করে, পড়াশুনা করে নিজের মত করে ঠিকই উতরে যাবে সে।
মেয়ের মুখে নালিশ শুনে তার কথায় যথেষ্ট সহমতও প্রকাশ করে বিদিপ্তা। তবে অভিযোগ এখানেই শেষ নয়, মেখলা নিজের সম্পর্কে আরও জানান, ‘মা বরাবরই আমাকে এতটাই স্বাধীনতা দিয়ে এসেছে যে, ছোটবেলায় স্কুলের সবরকম অনুষ্ঠানে নাচ-গান যেটাতেই অংশ নিই না কেন মা কোনটাতেই আসেনি।’
আর তার জন্যই মায়ের এই প্রফেশন নিয়ে আপত্তি জানায় মেখলা। মেখলার কথায়, ‘ছোটবেলা থেকেই মা শুটিং নিয়ে এতটাই ব্যস্ত থাকত যে দিনের পর দিন দেখা পর্যন্ত হত না। এদিকে স্কুলে দেখতাম সবার মা-বাবা আসছে, আমিই শুধু যা করতাম নিজের মত।’
অন্যদিকে বিদিপ্তা জানায়, পরীক্ষার সময় মেখলা নাকি কখনও তার মাকে স্কুলে যেতে দিত না। মেয়ের বক্তব্য, যাবে কিন্তু গাড়ি থেকে নামা যাবে না। মায়ের কথায় মেখলা আবারও উওর দেয়, ‘আমি যখন ICSE পরীক্ষা দিতে যাই মাকে দেখে অনেকেই বলছে আপনার কি ভালো অভিনয়’, পরীক্ষার সময় এমন কথা শুনতে ভালো লাগত না বলেই মাকে আসতে বারণ করত মেখলা।
তবে এই নিয়ে বিদিপ্তা একেবারেই চিন্তিত নয়, তার মতে যা কপালে আছে তাই হবে। শুধু নিজের লক্ষ্য ঠিক করে সেই মত তৈরি হওয়ার বার্তাই দিতে চান একমাত্র মেয়ে মেখলাকে।