লন্ডনে চাকরি করে সানা কিন্তু বাবাকে কোনও উপহার দেয় না, আক্ষেপ সৌরভের

সৌরভ

দাদাগিরি ১০ এর সিজনে প্রায়শই দাদাকে নিয়ে উঠে আসে একাধিক প্রশ্ন। হাসি মজা আড্ডার ছলে খেলতে আসা অনেক অংশগ্রহণকারীদের মনে দাদা ও তার পরিবারকে নিয়ে কৌতূহল থেকেই যায়। এদিনও ঠিক তেমন ভাবেই এক প্রতিযোগী সৌরভকে প্রশ্ন করে বসে যে, ‘ধরো আমার সঙ্গে তোমাকে যদি শপিংয়ে নিয়ে যাই, তাহলে তুমি তোমার জন্য কোন তিনটে জিনিস কিনবে?’

হাসিমুখে দাদা জবাব দেন, ‘তুমি খালি আমার জন্য একটা জিনিস দেখো সেই শপিং মলের পাশে যেন একটা কফি শপ থাকে। আমি ওখানে বসে কফি খাব। তুমি শপিং করবে।’ দাদার কথা শুনে প্রতিযোগী আবারও জিজ্ঞেস করেন, ‘দাদা তুমি শপিং কর না? এমনকি ডোনাদি কিংবা মেয়ে সানার সঙ্গে কখনও শপিং-এ যাও না?

এরপরই দাদা উত্তর দেন, ‘আমার শপিং জিরো। আর ডোনার যা লাগে তা ও নিজেই কিনে নেয়। বরং কেনার পর বলে এটা কিনলাম ভালো লেগেছে কিনা? মোটকথা যে কিনছে তার পছন্দ হলেই হল।’

প্রতিযোগীর তরফ থেকে এবার প্রশ্ন আসে, সানা তো চাকরি করে সে কিছু উপহার দেয় না আপনাকে? তার কথায় দাদা বলেন, ‘সে আমায় কিছু কিনে দেয় না। কারণ আমার জন্মদিনে একবার একটা জিনিস দিয়েছিল আমার ওটা পছন্দ হয়নি। বলেছিলাম পাল্টে দিস। সানাকে বলেছিলাম দামী জিনিস যখন দিচ্ছিস এমন কিছু দে যেটা ব্যবহার করতে পারব। তারপর থেকে আর কিছু দেয় না। বলে আগে তুমি পছন্দ করো তারপর আমি গিয়ে সেটা কিনে দেব।’

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দাদা নিজের সম্পর্কে জানান,’আমার জীবন, জামা সবটাই খুব সিম্পল।’ যা শুনে প্রতিযোগী বলেন, ‘জামাকাপড় সিম্পল হলেও মানুষটা খুব স্পেশ্যাল।’