মা সারদা থেকে ‘কমলা শ্রীমান ও পৃথ্বীরাজ’! কমলা ওরফে অয়ন্যার অভিনয় দক্ষতায় মুগ্ধ দর্শক

অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী

বাংলার শিশুশিল্পীদের মধ্যে নতুন মুখ অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী। এই মুহূর্তে যাকে আপনারা দেখতে পারছেন জি-বাংলার ‘কমলা শ্রীমান ও পৃথ্বীরাজ’ ধারাবাহিকে। ধারাবাহিকে লিড কমলা চরিত্রে অভিনয় করছে। কমলার মতো একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকের প্রশংসা পাচ্ছে এই মেয়েটি।

শিশুশিল্পী অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জীকে এর আগেও আপনারা পর্দায় দেখেছেন। ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের প্রথম দিকে সারদা মায়ের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিল অয়ন্যা। অতটুকু বয়সে  ছোট্ট মা সারদার ভূমিকা খুব সুন্দরভাবে টিভির পর্দায় ফুটিয়ে তুলেছিল, যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল দর্শক। এছাড়াও ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকে বোধির ক্লাসমেট সৃজিতার ভূমিকায় অভিনয় করেছিলে।

ছোট বয়সে থেকেই তার অভিনয়ে সকলে এতটাই মুগ্ধ ছিল যে বড়পর্দায়ও কাজের সুযোগ আসে। মা সারদা চরিত্রে অভিনয় করার পরই মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিনি’ সিনেমায় ডাক পান। এই ছবিতে মিমি চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন ভাগ করেছিলেন  অয়ন্যা। পর্দার বাইরেও অভিনেত্রীর সঙ্গে তাঁর ভালো বন্ডিং তৈরি হয়ে যায়।

‘কমলা শ্রীমান ও পৃথ্বীরাজ’ ধারাবাহিকে অয়ন্যার অভিনয় সবকিছুকে ছাপিয়ে গেছে। সবে মাত্র পঞ্চম শ্রেণীতে পড়ে ছোটপর্দার কমলা। কেরিয়ার জীবনে এখনও পথ চলা বাকি। বড় হয়ে একজন বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে এই শিশুশিল্পী।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here