ডবল এমএ থেকে পা দিয়ে সবজি কাটা, ‘দিদি নং ১’-এ প্রতিবন্ধী তরুণীর সাহসিকতায় কুর্নিশ নেটিজেনদের

দিদি নং ১

বাংলার জনপ্রিয় একটি রিয়েলিটি শো হল ‘দিদি নং ১’। যার মূল আকর্ষণ হল অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়। বহু বছর ধরে এই শোয়ের সঞ্চলনার দায়িত্বে রয়েছেন তিনি। এই শোয়ে সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি মানুষও খেলতে আসেন।

গোটা সপ্তাহ জুড়ে চলে মজার মজার খেলা। পাশাপাশি সাধারণ মেয়েদের জীবনের লড়াইয়ের গল্পও উঠে আসে। সম্প্রতি ‘দিদি নং ১’-এর সেটে এক প্রতিযোগীর লড়াই দেখে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। নিজের মায়ের সঙ্গে খেলতে এসেছিলেন এক প্রতিবন্ধী তরুণী। যার নাম সরস্বতী মাহাতো।

শারীরিক প্রতিবন্ধকতা কারণে ঠিকভাবে হাত দিয়ে কাজ করতে পারেন না, তবে সরস্বতীর মনের জোরের কাছে হার মেনেছে শারীরিক প্রতিবন্ধকতা।

দুই পা দিয়েই সমস্ত কাজ করতে পারে সরস্বতী। এদিন মঞ্চে সকলের সামনে পায়ের সাহায্যেই বঁটি দিয়ে সহজেই সবজি কেটে দেখান। শুধু কাজকর্মেই পারদর্শী নন, একজন মেধাবী ছাত্রী এই তরুণী। ডবল এমএ করেছেন প্রতিবন্ধকতার সাথে লড়াই করেই। তাকে দেখে চোখে জল চলে আসে রচনার। অভিনেত্রী কুর্নিশ জানান সরস্বতী। পাশাপাশি তরুণীর সাহসিকতায় কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরাও।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here