অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী, যাকে ছোটপর্দার দর্শক স্রোত হিসাবেই বেশি চেনেন। জি-বাংলার মিঠিঝোরা ধারাবাহিকে স্রোত চরিত্রে অভিনয় করে খ্যাতি লাভ করেছেন বাংলা টেলিভিশনে। তবে দর্শকের কাছে তিনি প্রথম পরিচিতি লাভ করেছিলেন ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকের হাত ধরে।
অভিনেতা সপ্তর্ষি মৌলিক এবং স্বপ্নিলার জুটিকে দর্শক ভীষণ ভালোবাসা দিয়েছিল। জয় বাবা লোকনাথ ধারাবাহিকে ভিলেন চরিত্রের হাত ধরে অভিনয় জগতে অভিষেক ঘটে স্বপ্নিলার। সান বাংলার ‘কন্যাদান’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন।
শুরুর প্রথমদিকে তাকে সেভাবে কেউ না চিনলেও আজ টেলিভিশন পর্দায় তিনি সফল। আজ দর্শকেরা তাকে ভীষণ ভালোবাসেন। তবে এই জায়গায় আসছে কঠোর পরিশ্রমও করতে হয়েছিল তাকে।
সফল অভিনেত্রী হলেও স্বপ্নিলার জীবনে একটি আক্ষেপ রয়েছে। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে এসে অভিনেত্রী জানান, তিনি অভিনয় জগতে আসার অনেক আগেই তার মায়ের ক্যান্সার ধরা পরেছিল। মারণরোগ অভিনেত্রীর জীবন থেকে তার মাকে কেড়ে নেন। তাই মেয়ের এই সাফল্য মা দেখে যেতে পারলেন না। বিরাট আক্ষেপ রয়েছে স্বপ্নিলার মনে।