প্রথম সারির চ্যানেলের ধারাবাহিক না হলেও ‘ইন্দ্রাণী’ ধারাবাহিকের গল্পে মুগ্ধ অধিকাংশ দর্শক

ইন্দ্রাণী

বাংলা সিরিয়াল মানেই দর্শকের কাছে জি-বাংলা নয় তো স্টার জলসা। কিন্তু এই প্রথম সারির দুই চ্যানেল বাদ দিয়ে আরও দুটি চ্যানেল রয়েছে যেমন- সান বাংলা, কালার্স বাংলা। এই দুই চ্যানেলের দর্শকের সংখ্যা হাতে গোনা। তবে জানেন কি এই দুই চ্যানেলের কিছু ধারাবাহিকের গল্প রয়েছে যা প্রথম সারির চ্যানেলগুলিকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। তার মধ্যেই অন্যতম হল কালার্স বাংলায় ‘ইন্দ্রাণী’ ধারাবাহিকটি।

‘ইন্দ্রাণী’ ধারাবাহিকটি টিভির পর্দায় শুরু হয়েছে ১৮ ই জুলাই থেকে। এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় কামব্যাক করেছেন ‘ইষ্টি কুটুম’ খ্যাত অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী এবং নতুন মুখ রাহুল গাঙ্গুলি। ধারাবাহিকের কনসেপ্ট অসমবয়সী প্রেমের গল্প হলেও ইতিমধ্যেই দর্শকের প্রশংসা পাচ্ছে।

এমন একটি ধারাবাহিক যেখানে এখনও পর্যন্ত নেই কুটকাচালি, ষড়যন্ত্র বরং রয়েছে একজন সিঙ্গেল মাদারের কঠিন লড়াইয়ের গল্প। টিনএজ সন্তানের অবাধ্যতা এবং কর্মজীবনের পাশাপাশি শ্বশুর-শাশুড়ির প্রতি কর্তব্য যা সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। ধারাবাহিকের গল্প দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ‘ইন্দ্রাণী ধারাবাহিকটি দেখলে মনে হয় যেন গল্প সাজানো নয়, মনে হচ্ছে বাস্তব”।

ইন্দ্রাণী

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here