‘অধিকাংশ বাংলা সিরিয়ালের ভিলেন পিসেমশাই’, বাংলা সিরিয়ালের নেতিবাচক চরিত্র নিয়ে ক্ষোভপ্রকাশ দর্শকের

বাংলা সিরিয়াল

আট থেকে আশি বাঙালি দর্শক মনোরঞ্জন যোগাচ্ছে বাংলা সিরিয়ালগুলি থেকে। সন্ধ্যে হতেই টিভির পর্দায় বসে পড়েছেন দর্শকরা। ধারাবাহিকের কুটকাচালি, পরকীয়া দেখানো প্রসঙ্গে একাধিক বার সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ প্রকাশ করলেও বাংলা সিরিয়াল কিন্তু তাদের কাছে ভীষণ প্রিয়।

তবে সম্প্রতি ধারাবাহিকের একটি জিনিস নিয়ে প্রশ্ন তুলেছে দর্শক। একটু লক্ষ্য করলে দেখবেন অধিকাংশ জনপ্রিয় সব ধারাবাহিকের গল্পের ভিলেন হল পিসেমশাই। যেমন ধরুন- মিঠাই, ‘মন ফাগুন’, এই পথ যদি না শেষ হয়’ ইত্যাদি। এই ধারাবাহিকগুলিতে সমস্ত ষড়যন্ত্রের পিছনে দেখানো হছে বাড়ির পিসেমশাইকে। এই প্রসঙ্গেই দর্শকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় মতান্তর দেখা যাচ্ছে।

চ্যানেল কর্তৃপক্ষের কাছে দর্শক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “কেন সবসময় বাড়ির জামাইরা শ্বশুর বাড়ির ক্ষতি করবে। নেতিবাচক চরিত্রে হিসাবে কেন বাড়ির জামাইদের তুলে ধরা হচ্ছে”। এমনই দাবি জানাচ্ছেন দর্শকের একটি বড় অংশ।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here