বাংলা গানের জয়! জাতীয় চ্যানেলে সগর্বে লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গান গাইছেন অরিজিৎ সিং, মুগ্ধ বাঙালি

অরিজিৎ সিং

কারা বলে জাতীয় স্তরে শুধু হিন্দি গান কদর পায় বাংলা গান নয়? কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়েছিল হিন্দি গান, ছবি নিয়ে বাঙালিদের মাতামাতি প্রসঙ্গে। অনেকেই বলে থাকেন, হিন্দিতে বাংলা গানের কদর নেই। সেই কথাই এবার ভুল প্রমাণ করে দিলেন এক বঙ্গসন্তান।

সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল অরিজিৎ সিং একটি গানের ভিডিও। কি আছে এই ভিডিওতে। যেখানে দেখা যাচ্ছে এক হিন্দি চ্যানেলে সগর্বে বাংলা গান গাইছেন অরিজিৎ। যা শুনে মুগ্ধ বাঙালি শ্রোতা।

‘স্টার প্লাস’ চ্যানেলের এই মঞ্চে গিটার হাতে প্রয়াত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া বেশ কিছু বাংলা গান গাইছেন অরিজিৎ। দে দোল দোল দোল, ‘বৃষ্টি বৃষ্টি বৃষ্টি’, তোল পাল তোল’, , ‘মন লাগে না’, ‘যা রে উড়ে যা রে পাখি’‘ওগো আর কিছু তো নাই’, ‘যায় যায় প্রাণ যায়’, ‘চলে যেতে যেতে’-র মতো জনপ্রিয় বাংলা গান শুনছে সারা দেশের মানুষ। এর চেয়ে বাঙালির কাছে বড় প্রাপ্তি আর কি হতে পারে?

এই মঞ্চে একাধিক বাংলা এবং হিন্দি গান গেয়েছেন গায়ক। বলাই বাহুল্য, বাংলা-হিন্দি গানের এক মেলবন্ধন তৈরি করে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানিয়েছেন, “সর্বভারতীয় চ্যানেলে অরিজিৎ একের পর এক বাংলা গাইলেন, আমাদের বাঙালিদের কাছে সত্যিই এটা গর্ব”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here