টানা আড়াই বছরের যাত্রার ইতি! শেষ হল মোহর ধারাবাহিক, শ্যুটিংর শেষ দিনে আবেগপ্রবণ গোটা টিম

মোহর ধারাবাহিক

শেষ হল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’।  টানা আড়াই বছরের জার্নির এবার ইতি পড়ল। ম্যাজিক মোমেন্টস সংস্থার হাত ধরে ২০১৯ সালে অক্টোবর মাসে শুরু হয়েছিল মোহরের জার্নি। অল্প কিছুদিনের মধ্যে এই ধারাবাহিক সাফল্য লাভ করেছিল। শঙ্খ-মোহরের কেমিস্ট্রি অল্প কিছুদিনের মধ্যেই দর্শকের মন ছুঁয়ে যায়।

মোহর ধারাবাহিক

ধারাবাহিকের মাঝপথে টিআরপি কমতে থাকায় দুপুরের স্লটে চলে যায় সিরিয়ালটি। প্রায়ত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর কয়েকদিনের মাথায় ধারাবাহিক শেষ করার সিধান্ত নিল নির্মাতারা। শেষ দিনের শুটিংয়ে আবেগপ্রবণ গোটা টিম, মন খারাপ ধারাবাহিকের একনিষ্ঠ ভক্তদের।

মোহর ধারাবাহিক

প্রায়ত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের ছবি সামনে রেখেই শেষ দিনে কেক কেটে উদযাপন করা হল মোহরের সাফল্যের জার্নি। ধারাবাহিকে অভিষেক চট্টোপাধ্যায় শঙ্খের বাবা ‘আদিদেব’ চরিত্রে অভিনয় করছিলেন।

মোহর ধারাবাহিক

অনেকদিন থেকে টেলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল মোহর ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হল। ধারাবাহিক শেষ হওয়ায় কাঁদছে শঙ্খ-মোহরের অন্ধ ভক্তরা। জানিয়েছেন তাদের প্রিয় জুটিকে মিস করবেন তারা। টিভির পর্দায় ৩ রা এপ্রিল শঙ্খ-মোহরকে শেষবারের মতো পর্দায় দেখতে পাবে অনুরাগীরা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here