ঘুষ দিয়ে গুগলিকে স্কুলে ভর্তি করাবে না মিতুল! ‘সামাজিক শিক্ষা দিচ্ছে খেলনা বাড়ি’, দাবি অনুগামীদের

খেলনা বাড়ি

জি-বাংলার একটি অন্যতম ধারাবাহিক হল ‘খেলনা বাড়ি’। শুরুর প্রথম থেকে দর্শকের মন জিততে না পারলেও ইদানীং দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে এই ধারাবাহিকটি।  ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন ‘কে আপন কে পর’-এর খ্যাত বিশ্বজিৎ ঘোষ এবং সান বাংলার নায়িকা আরাত্রিকা মাইতি। এই ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর টিভির পর্দায় ফিরেছেন বিশ্বজিৎ।

ইন্দ্র এবং মিতুলের বিয়ের পর থেকেই গল্পের ট্রাক পরিবর্তন হয়েছে। তাদের রসায়নও দর্শকের বেশ পছন্দ হচ্ছে এবং মিষ্টি মেয়ে গুগলির দুষ্টুমি বেশ মজার। তবে ধারাবাহিকের নতুন ট্রাক দেখে প্রশংসা জানালেন নেটিজেনদের একটি বড় অংশ।

ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেল, গুগলিকে কলকাতা শহরের নামী স্কুলে ভর্তি করতে গেছে ইন্দ্র আর মিতুল। স্কুলে মিতুল ইন্টারভিউ দেওয়ার সময় শিক্ষিকাদের জানায় সে উচ্চমাধ্যমিক পাশ। তখন গুগলিকে স্কুলে ভর্তি নেওয়ার জন্য মোটা অংকের টাকা ডোনেশন চাওয়া হয় স্কুলের তরফ থেকে। এই কথায় ইন্দ্র রাজী হলেও রেগে যায় মিতুল। সে জানিয়ে দেয় ঘুষ দিয়ে গুগলিকে স্কুলে ভর্তি করবে না। ধারাবাহিকের এই প্রোমো দেখে নেটিজেনদের অনেকের মতে, ‘নতুন করে সামাজিক শিক্ষা দিচ্ছে খেলনা বাড়ি ধারাবাহিক’।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here