
এই মুহূর্তে ছোটপর্দায় জনপ্রিয় মুখের মধ্যে একজন হলেন অভিনেত্রী ইধিকা পাল। যিনি এই মুহূর্তে ‘পিলু’ ধারাবাহিকে অভিনয় করছেন। ধারাবাহিকে তার চরিত্রটি শুরু হয়েছিল খল চরিত্র হিসাবে তবে বর্তমানে এটি পজেটিভ চরিত্রে পরিণত হয়েছে। মুখ্য চরিত্র ‘পিলু’র থেকেও দর্শকদের মুগ্ধ করছে রঞ্জার অভিনয়। নেটিজেনদের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছে অভিনেত্রী ইধিকা পালের দুর্দান্ত অভিনয়।
দর্শকের অনেকেই ইধিকা’কে আবার রিমলি নামে চেনেন। জি-বাংলার ধারাবাহিক রিমলির প্রধান নায়িকা ছিলেন ইধিকা। এই ধারাবাহিকে তার অভিনয়ে সকলেই মুগ্ধ ছিলেন। যদিও ধারাবাহিকটি খুব বেশিদিন চলেনি। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম দর্শকমহলে পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী।
অনেকেই ভাবেন ‘রিমলি’ ধারাবাহিকটি অভিনেত্রী ইধিকা পালের প্রথম ধারাবাহিক। হয়তো অনেকেই জানেন না ‘রিমলি’র আগেও দুটি ধারাবাহিকে অভিনয় করেছে এই অভিনেত্রী। সান বাংলায় ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিক এবং ‘কপালকুণ্ডলা’য় পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছেন ইধিকা। তার প্রথম ধারাবাহিক ছিল ‘কপালকুণ্ডলা’। যদিও সেইসময় দর্শকের কাছে তেমনভাবে পরিচিতি লাভ করে উঠতে পারেননি।
View this post on Instagram
বলাই বাহুল্য, খলচরিত্র হোক বা মুখ্য চরিত্র সবেতেই নিজের চরিত্রটি অসাধারণ ভাবে পর্দায় তুলে ধরেন এই অভিনেত্রী। ‘পিলু’তে রঞ্জা চরিত্রে তার সাহসী-প্রতিবাদী রুপ দেখতে পাচ্ছেন দর্শক। নতুন প্রজন্মের অভিনেত্রী হলেও তার অভিনয় সত্যিই প্রশংসিত।
View this post on Instagram