দুঃসংবাদ! ১ বছরের মাথায় আচমকাই বন্ধ হতে চলেছে এই মেগা, মন খারাপ দর্শকের

মিঠিঝোরা ধারাবাহিক

বর্তমানে টিআরপি রেটিংয়ের উপরই ধারাবাহিকের টিকে থাকা নির্ভর করে। আর সে কারনেই যেমন একের পর এক ধারাবাহিক পর্দা থেকে বিদায় নিচ্ছে তেমনই নতুন নতুন ধারাবাহিক শুরু হওয়ার খবর পাচ্ছেন দর্শকেরা।

তবে কথায় আছে, যার শুরু আছে তার তেমন শেষও আছে। আর সেই তালিকায় এবার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’। জি বাংলার পর্দায় শুরু থেকে দর্শকের কাছে বেশ পছন্দের গল্প হয়ে উঠেছে মিঠিঝোরা, আর দর্শকের ভালোবাসাতেই বেশকয়েকদিন আগেই আক বছর পূর্ণ করল এই ধারাবাহিক। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ধারাবাহিক নাকি প্রায় শেষের পথে, তবে সেই জল্পনায় জল ঢালে ধারাবাহিক কর্তৃপক্ষ।

মিঠিঝোরা

তবে এবার নাকি সত্যিই শেষ হতে চলেছে মিঠিঝোরা ধারাবাহিক। সূত্রের খবর অনুযায়ী আগামী বছর জানুয়ারি মাসেই হয়তো ধারাবাহিকের শেষ পর্বে শুটিং সম্পন্ন হবে। ধারাবাহিকের কলাকুশলিদের সাথে যোগাযোগ করা হলে এই বিষয়ে তেমন কোন খবর জানতে পারা যায়নি।