‘রাস্তায় গয়নার বিজ্ঞাপন দেখে নায়িকা হওয়ার স্বপ্ন দেখতাম’, আজ নিজেই পর্দার সফল নায়িকা ‘কথা’ ওরফে সুস্মিতা

অভিনেত্রী সুস্মিতা দে

বাংলা বিনোদন জগতের অতি পরিচিত মুখ অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। এই মুহূর্তে যাকে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকে নিয়মিত দেখা যাচ্ছে। তার অভিনীত এই ধারাবাহিক শুরু থেকেই দর্শকের প্রশংসা পেয়েছে।

জি-বাংলার ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের হাত ধরেই অভিনয় জগতে আত্মপ্রকাশ ঘটে সুস্মিতার। প্রথম ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছেন। মাঝে ‘বৌমা একঘর’, ‘পঞ্চমী ধারাবাহিকে দেখা গিয়েছিল।

সুস্মিতা

জনপ্রিয়তা অর্জন করতে খুব বেশিদিন সময় লাগেনি সুস্মিতার। তবে অভিনয় জগতে আসা আচমকাই। আজ অভিনেত্রী যেখানেই যায় তাঁকে এক নামে দর্শক চেনেন। রাস্তাঘাটে বেরোলে সবাই চিনতে পারেন। পুজো প্যান্ডেলে লোকজন ঘিরে ধরে। কিন্তু একসময় তাঁকে কেউ চিনতেন না। আচমকাই যেন আসানসোলের মেয়ের স্বপ্নপূরণ হয়ে গেল।

অভিনেত্রী সুস্মিতা দে

ছোটবেলায় পর্দায় অভিনেতা দেবকে দেখে সুস্মিতার ইচ্ছে জেগেছিল অভিনেত্রীর হওয়ার। পরীক্ষার সময় সবাই যেখানে ঠাকুর প্রমাণ করেন, অভিনেত্রী সেখানে দেবের মুখ দেখে যেতেন। একবার রাস্তায় একটা গয়নার বিজ্ঞাপন দেখে চোখ আটকে যায়, সেইসময় অভিনেত্রী হওয়ার স্বপ্ন তাঁকে বেশি করে আঁকড়ে ধরে। সেই স্বপ্নের দৌড়ে সানসোলের এক মেকআপ শিল্পীর হাতে সেজে মডেলিং জগতে আসেন। আর সেই মডেল ছবি দেখেই প্রথম ধারাবাহিকে কাজের অফার পান অভিনেত্রী। আচমকাই তিনি দর্শকের কাছে জনপ্রিয়তা পেলেন, এখনও সবটাই যেন স্বপ্নের মতো লাগে সুস্মিতার চোখে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here