সোশ্যাল মিডিয়ার দৌলতে কমবেশি সকলেই ছোট মিছরি কে চেনেন। মাত্র ৩ বছর বয়সে এই মিষ্টি খুদে তার মিষ্টি কথায় ইতিমধ্যে দর্শকদের নজর কাড়ছে। মিছরি’র আসল নাম শ্রীনিকা ঘোষাল।
সোশ্যাল মিডিয়ায় রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যায় এই খুদে। মিছরি’র মার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। যার নাম ‘মিছরি অ্যান্ড মাম্মা’। আর এই চ্যানেলে প্রতিনিয়তি ব্লগে মিছরি সারাদিন কি কি করে তা তুলে ধরা হয় তার পরিবারের তরফ থেকে।
এরপরেই অভিনয়ে সুযোগ। স্টার জলসায় উড়ান ধারাবাহিকে দেখা যায়। তবে এবার জি-বাংলার ‘ড্যান্স বাংলা ড্যান্স’ শোতে দেখা যাবে তাকে। সেই প্রোমো সামনে এসেছে। খুব সম্ভবত এই খুদে অঙ্কুশের সাথে সঞ্চালনার দায়িত্বে থাকবেন। যদিও এখনো কিছু স্পষ্ট নয়।