শিশুর প্রাণ বাঁচিয়ে বাস্তবের নায়ক ময়ূর,পুরস্কারের অর্ধেক টাকা শিশুটির পড়াশুনোর জন্য দিলেন রেলকর্মী

রেলকর্মী ময়ূর শেলখে

রেলকর্মী ময়ূর শেলখে মনে পরে? কিছুদিন আগেই ৬ বছরের শিশুর প্রাণ বাঁচাতে নিজের জীবনের বাজি রেখেছিলেন এই রেলকর্মী। তার এই সাহসিকতার কাজের জন্য রেলমন্ত্রী পীযূষ গয়াল তাকে সংবর্ধনা দিলেন।

গত ১৭ এপ্রিল ঘড়ির কাঁটায় তখন ৫ টা সিসিটিভির ক্যামেরায় দেখা যাচ্ছে মুম্বইয়ের ভাঙানি রেলস্টেশনে একটি ফাঁকা প্ল্যাটফর্মে এক মহিলার হাত ধরে হাঁটছিল এক ছোট শিশু। আচমকাই মহিলার হাত ছেড়ে দৌড়াতে গিয়ে রেললাইনে ছিটকে পড়ে যায় শিশু। তখন লাইনে ঢুকে পড়েছিল ট্রেন। দ্রুত গতিতে ছুটে আসছে ট্রেন আর বিপরীতে শিশুটিকে বাঁচাতে দেবদূতের মতো ছুটে আসছে রেলকর্মী।

বাচ্চাটিকে লাইন থেকে প্ল্যাটফর্মে তুলে দেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোনো মতে প্ল্যাটফর্মে ওঠে সে। গা ঘেঁসে বেরিয়ে যায় ট্রেন। নিজের জীবনের সাথে বাজি রেখে ছোট শিশুটির প্রাণ বাঁচায়।

সোশ্যাল মিডিয়ায় এক রাতের মধ্যে রিয়েল হিরো হয়ে উঠেছেন ময়ূর। সম্প্রতি এই রেলকর্মীর আরেক অবদানের কথা শোনা যাচ্ছে। নিজের জীবন বাজি রেখে শিশুটিকে বাঁচিয়ে ভারতীয় রেলের তরফ থেকে সংবর্ধিত হন এবং পুরস্কার হিসাবে পান ৫০ হাজার টাকা।

তবে এই প্রাপ্ত পুরস্কারের অর্ধেক টাকা ময়ূর তুলে দিতে চান সেই শিশুটি মায়ের হাতে। রেলকর্মী ময়ূর শেলখে  জানান, “আমি এই টাকার থেকে অর্ধেক অর্থাৎ ২৫ হাজার টাকা শিশুটির পড়াশুনো এবং পরবর্তী জীবনের জন্য তার পরিবারের হাতে তুলে দেব। কারণ আমি শুনেছি তাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ এবং তার মা অন্ধ যার ফলে তাদের খুব কষ্টে জীবন কাটছে। আমি খুব শীঘ্রই তাদের হাতে এই টাকা তুলে দেব”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here