এখন অভিনয় না জেনেও অনেকেই অভিনয় করে, নেমে যাচ্ছে ধারাবাহিকের মান: বিস্ফোরক বাদশা মৈত্র

বাদশা মৈত্র

বর্তমান যুগে ছোটপর্দার ধারাবাহিকের সংখ্যা ক্রামগত বাড়ছে। বাড়ছে শিল্পীদের সংখ্যাও। সেই সঙ্গে বাড়ছে শিল্পীদের দক্ষতা নিয়ে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই অভিনয় নিয়ে ট্রোলের মুখে পড়েন অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু আগে এমনটা হত না। ইদানিং ধারাবাহিকের মানও কমে যাচ্ছে।

আজকালকার ধারাবাহিক প্রসঙ্গে অনেকেই এর আগে মুখ খুলেছেন। এবার সেই নিয়ে মুখ খুললেন অভিনেতা বাদশা মৈত্র। ইন্ডাস্ট্রিতে তাঁকে দক্ষ শিল্পী বলা হয়ে থাকে। তাকে নিয়ে আজও কোনও ট্রোলিং হয়নি। ‘জন্মভূমি’ ধারাবাহিকের হাত ধরে অভিনয়ে ডেবিউ করেছিলেন। পঁচিশ বছর পার করলেন এই ইন্ডাস্ট্রিতে। এই মুহূর্তে ‘ধুলোকণা’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। বর্তমান যুগের ধারাবাহিক নিয়ে কি বললেন এই অভিনেতা?

অভিনেতা বাদশা মৈত্র স্পষ্ট জানান, “আমাদের সময় ধারাবাহিকে অভিনয় করার আগে অভিনয় শিখে আসতে হত। সেইসময় অভিনয়ের দিকে গুরুত্ব বেশি দেওয়া হত। এখন ধারাবাহিকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, চটজলদি কাজের জন্য নিখুঁত অভিনয়ের জন্য কেউ পরিশ্রম করেন না। ফলে স্বাভাবিক ভাবেই ধারাবাহিকের মান পড়ে যাচ্ছে। আজকাল অনেকেই এমন আছেন অভিনয় না জেনেই দিব্যিই অভিনয় করেছেন। নতুন মুখ খুঁজতে গিয়ে এই ইন্ডাস্ট্রি আজকাল আপোষ করতে শিখে গেছে”। তবে অভিনেতা এটাও বলেন অবশ্য নতুন মুখের মধ্যে কিছু এমন অভিনেতা রয়েছেন যারা ভালো অভিনয় করছেন।

বাদশার মতে যদি প্রযোজকরা বলেন, অভিনয় না জানলে অভিনয়ে নেওয়া হবে না। তাহলে হয়তো শিল্পীরা আরও ভালোভাবে অভিনয় শিখে আসত। তাহলে কাজের মান আরও ভালো হত। আজকাল শুটিংর চাপে অভিনয় শেখার সুযোগটা খুব কম।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here