জুনিয়র অ্যাক্টরদের কষ্ট দূর করতে বড় সিদ্ধান্ত মানসী সিনহার

মানসী সিনহা

২০ ডিসেম্বের মুক্তি পেল পরিচালিকা মানসী সিনহার দ্বিতীয় ছবি ‘৫ নং স্বপ্নময় লেন’। সম্প্রতি সন্দেশ টিভির সোল কানেকশন পডকাস্টে এসে ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরিচালিকা জানান, তার দ্বিতীয় ছবির জন্য ৫১ জনকে নির্বাচন করেছেন তিনি।

মানসী সিনহার কথায়, ‘আমার এই ছবিতে অডিশনের মাধ্যমে ৫১ জনকে কাস্ট করেছি। তার মধ্যে সায়ন (ছবির প্রধান পুরুষ চরিত্র ) একজন। আমার এই ছবির কাস্টিং হচ্ছে ১০১ জন।’

এই প্রসঙ্গে পরিচালিকা আরও বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক গুণী অভিনেতা অভিনেত্রী আছেন যাঁরা সুযোগের অভাবে জুনিয়র আর্টিস্ট হিসেবে ট্রিটেড হয় বছরের পর বছর। কিংবা একটা সিনে একটা ডায়লগের রোল পায়। আমি নিজেও দেখেছি আমার এত বছরের কেরিয়ারে। আমাদের ইন্ডাস্ট্রি স্ট্যাম্প করে দেয়। যে একটা সিনে একটা ডায়লগ করেছে তার পক্ষে বড় রোল পাওয়া খুব চাপের। তারা জানেন না এটা, তারা ভাবেন এটা শুরু। কিন্তু ওখানেই শেষ হয়ে যাচ্ছে। সর্বক্ষেত্রে নয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে। আমার এটা খারাপ লাগত।’ আর তার জন্যই পরিচালিকার এমন সিদ্ধান্ত।

আসন্ন কাজ নিয়েও মানসী জানান,আগামী ৩ ছবির জন্য একটা অডিশন নেওয়া হয়েছে, সেখানে ১৩৫৯ জন অডিশন দিয়েছেন। জানুয়ারি মাসে এখান থেকে শর্টলিস্ট করা হবে। পরিশেষে মানসী জানান, ‘আমাদের এই ব্যাংকিং নিয়ে আরও অনেক ছোট ছোট হাউজ কাজ করছে। আমাদের এই ব্যাংকিং থেকে তাঁরা আর্টিস্ট সিলেক্ট করছেন এটা আমাদের কাছে বিশাল বড় পাওয়া। এতে ইন্ডাস্ট্রি ভালো অভিনেতা অভিনেত্রী পাবে।’