প্রায় দুই সপ্তাহ পর ছেলের মুখ দেখালেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। যাকে আপনারা ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের মৌমিতা হিসাবে চেনেন। গত ১৯ মার্চ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মানসী।
কন্যা সন্তানের পর পুত্র সন্তান আসে অভিনেত্রীর কোল জুড়ে। জন্মের পর থেকে আড়াল করেই রেখেছিলেন সন্তানের মুখ। তবে খুব বেশিদিন আড়ালে রাখলেন না অভিনেত্রী।
অবশেষে সন্তানের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সদ্য নিজের ইনস্টাগ্রাম একাউন্টে মানসী একটি ছবি পোস্ট করেছেন। দুটি ছবি কোলাজ করে পোস্ট করেছেন মানসী। প্রথম ছবিতে দেখা যাচ্ছে মানসীর মেয়ে ভাইকে আদর করছে এবং দ্বিতীয় ছবিতে ছেলেকে আদর করছেন মানসী।