কপাল পুড়ল ছবি বাবুর, মাত্র তিনমাসেই শেষ ‘মাধবীলতা’! ‘চূড়ান্ত অবিচার’ বলছেন সুস্মিতের ভক্তরা

মাধবীলতা

‘বৌমা একঘর’ ধারাবাহিকটি টিআরপি অভাবে মাত্র তিন মাসেই বন্ধ করে দেওয়া হয়েছে। এবার সেরকমই অবস্থা হল ‘মাধবীলতা’র। হ্যাঁ, ইতি টানতে চলছে অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়ার নতুন ধারাবাহিক ‘মাধবীলতা’।

‘পঞ্চমী’ ধারাবাহিকের জন্য একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে ‘মাধবীলতা’কে। শেষ শুটিং ৩০ শে নভেম্বর। এই ব্যাপারে অভিনেতা সুস্মিত এক সংবাদমাধ্যমে জানান, ‘হ্যাঁ, ৩০ নভেম্বর আমাদের শেষ দিনের শুটিং। কেন এত তাড়াতাড়ি শেষ হচ্ছে তা চ্যানেল এবং প্রযোজক সংস্থাকে জিজ্ঞেস করলে ভাল হয়। আমি বলতে পারব না।”

‘বৌমা একঘর’ মতো অত খারাপ টিআরপি ছিল না ‘মাধবীলতা’র। বরং লক্ষ্মী কাকিমাকে হারিয়ে স্লট লিডার মাধবী। তাও কেন এরকম সিদ্ধান্ত নিল, হতবাক সকলে। এর আগে মাত্র এক বছর হওয়ার আগেই আচমকাই সুস্মিতের ‘বরণ’ ধারাবাহিকটি বন্ধ করে দিয়েছিল স্টার জলসা। আর এবার আচমকাই বন্ধ করে দেওয়া হচ্ছে ‘মাধবীলতা’।

এই খবরে বেজায় চটেছেন সুস্মিতের ভক্তরা। চ্যানেলের উপর ক্ষোভ উগরে তারা জানিয়েছেন, “চূড়ান্ত অবিচার”।

 

View this post on Instagram

 

A post shared by Shrabani Bhunia (@bhuniashrabani)

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here