২০১০ সালে শুরু হওয়া শো ‘দিদি নং ১’ এক নাগাড়ে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই সফলতা পেয়ে এসেছে। অভিনয় জগতকে বিদায় জানালেও এই শোয়ের হাত ধরেই বাংলার ঘরে ঘরে প্রচুর ভালোবাসা পেয়েছেন রচনা।
তবে বর্তমানে সিনেমায় না কাজ না করলেও বেশ কিছু পুরনো অভিনেত্রীরা চুটিয়ে ওয়েব সিরিজে কাজ করছেন তবে ব্যতিক্রম রচনা। একসময় এই মঞ্চে খেলতে আসা কিছু তারকা অভিনেত্রীকে প্রশ্ন করেছিলেন তার সমবয়সী অনেকেই ওয়েব সিরিজ করছেন। তিনি ওটিটি প্ল্যাটফর্মে নেই কেন?
এই প্রশ্নের উত্তরে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, ‘যতদিন শরীর আছে ততদিন কাজ আছে। কিন্তু আমায় একটা লাইন টানতে হবে কোনও একটা জায়গায়। চাওয়া পাওয়ার কোনও শেষ নেই। আজ আমি চাইলেই দিদি নম্বর ওয়ানের পর দশটা ওয়েব সিরিজ করতেই পারি, কিন্তু আমি জানি সেই লাইনটা কোথায় টানতে হবে। আমার কাছে জীবনে কিছু জিনিসের প্রাধান্য ভীষণ বেশি। আজ পাঁচজন আমরা এখানে দাঁড়িয়ে আছি। এক বছর পর আমরা সবাই একসঙ্গে থাকব কিনা জানি না। তাই জীবন যতটুকু আছে ততটুকুকে যদি সুন্দর করে গুছিয়ে নিতে পারি তাহলে সবটা উপভোগ, উপলব্ধি করা যায়। টাকা পিছনের ছুটলে সেটা একটা সময় ছেড়ে চলে যাব। তাই যতটা দেখার দেখে গেলে, করে গেলে সেটা সঙ্গে নিয়ে যাব। জীবন তো একটাই, তাই কাজের পাশাপাশি যা করার, দেখার সেটা করে, দেখে যেতে হবে।’ অভিনেত্রীর কথায় প্রশংসা জানান সকলে।
View this post on Instagram