সন্তান জন্মের পর বদলে গেছে জীবন! ‘এখন চোখে গ্লিসারিন নিতে হতো না’, বললেন অভিনেত্রী মহুয়া হালদার

মহুয়া হালদার

পর্দায় ছোট্ট ঝিলিকের ‘মা’ এর কথা মনে পরে? একটা সময় ‘মা’ ধারাবাহিকে তার অভিনয় আজও মনে রেখেছে দর্শক। কথা হচ্ছে টেলিভিশন জগতের চেনা মুখ মহুয়া হালদার কে নিয়ে। মা ধারাবাহিকে অভিনয় করার সময় মা হওয়ার স্বার্থকতা অনুভব করতে না পারলেও আজ সে ছোট্ট আরিহার মা।

সদ্যই পাঁচ বছরে পা দিয়েছে মহুয়া কন্যা আরিহা। সম্প্রতি মেয়ের জন্মের কিছু কথা শেয়ার করতে গিয়েই আবেগপ্রবণ অভিনেত্রী জানান, ‘প্রথম ওকে কোলে নেওয়ার সময় বিশ্বাসই হচ্ছিল না, সত্যিই কি ও আমার অংশ?’ বরাবরই কন্যাসন্তান চেয়েছিলেন, আর সেই স্বপ্নই যেন সত্যি হয়েছে।

অভিনেত্রীর কথায় জানা যায়, মেয়ের বয়স যখন ১৬ মাস তখন থেকেই শুটিংয়ে বের হতে হতো মহুয়াকে। তবে দাদু-ঠাকুমার কাছে বেশ ভালোই থাকত ছোট্ট আরিহা। পাশাপাশি আরিহার বাবাও (অভিনেতা অরিত্র দত্ত) তার লেখাপড়ার দায়িত্ব নিয়েছে।

মা ধারাবাহিকে কাজ প্রসঙ্গে মহুয়া জানায়, আমি আমার মাকে দেখে চরিত্রটা সাজানোর চেষ্টা করতাম। তবে আমায় এখন যদি ধারাবাহিকে অভিনয় করতে হত তাহলে কখনও কোনও সিনে চোখে গ্লিসারিন নিতে হতো না। এখনও ধারাবাহিকের সিনের কথা মনে পড়লে শিউরে উঠি।

তবে নিজে একজন মা হয়ে অভিনেত্রীর একটাই চাওয়া, মেয়ে খুব প্র্যাকটিকাল ও পজ়িটিভ হোক। জীবনের প্রতি যেন ফোকসড থাকে।