এবার নতুন পেশায় বাংলা সিরিয়ালের জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়

বাংলার একাধিক সিরিয়ালের চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। তার সিরিয়াল বহুবার বাংলার টপার হয়েছে। এমনকি তার লেখা অধিকাংশ সিরিয়াল দর্শকের মাঝে বিশাল জনপ্রিয়তা অর্জন করেছে। সদ্য হিন্দি সিরিয়ালে পা রেখেছেন তিনি।

তবে এসবের মাঝেই আবারও সুখবর দিলেন। এবার নতুন অধ্যায়ে পা রাখলেন লীনা গঙ্গোপাধ্যায়। লেখিকা থেকে হয়ে উঠলেন ব্যবসায়ী। হ্যাঁ, সদ্য নিজের একটি ক্যাফে খুলেছেন। নাম  ‘নোয়া’। টালিগঞ্জের ‘দাসানি’ স্টুডিয়ো তার ঠিক পাশেই তার নতুন ক্যাফে।

লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন ক্যাফে উদ্বোধন করতে হাজির ছিলেন টলিপাড়ার বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। আনন্দবাজার অনলাইনকে লেখিকা জানান, ‘‘নোয়ার ভাবনা আমার অনেক দিনের। এই শব্দের অর্থ সততা। এই ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে তো সততার জন্যই টিকে আছি।’’ তার ক্যাফের মেনুতে থাকেবে কন্টিনেন্টাল, মোগলাই। শোনা যাচ্ছে, বাংলাদেশ থেকে আনা হয়েছে রাঁধুনি, থাকবে বিশেষ  ইলিশ মাছের ভর্তাও।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here