চলচ্চিত্র জগতে শোকের ছায়া! প্রয়াত জনপ্রিয় পরিচালক

জনপ্রিয় পরিচালক

চলচ্চিত্র জগতে ফের নক্ষত্রপতন। প্রয়াত বলিউড পরিচালক শ্যাম বেনেগাল। ২৩ শে ডিসেম্বর সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৯০।

পরিচালকের এই মৃত্যুর খবর জানিয়েছেন তার মেয়ে পিয়া বেনেগাল। শারীরিক অসুস্থতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। তবে অসুস্থ থাকলেও কাজের মধ্যে ছিলেন তিনি। একাধিক ছবি পরিচালিত করেছেন নিজের ক্যারিয়ার জীবনে। শেষ পরিচালিত ছবি ছিল ‘মুজিব: দ্য মেকিং অফ এ নেশন’।

পরিচালক শ্যাম বেনেগাল

১৯৭৬ সালে পদ্মশ্রী ও ১৯৯১ সালে পদ্মভূষণ পেয়েছিলেন শ্যাম বেনেগাল। ১৪ ই ডিসেম্বর তার জন্মদিনে উপস্থিত বেশ কিছু ইন্ডাস্ট্রির তারকারা। তার মৃত্যুর খবরে শোকস্তব্দ বলিউড ইন্ডাস্ট্রি।