প্রয়াত ঐন্দ্রিলার প্রোফাইলে আচমকাই জ্বলজ্বল করছে ছবি, চমকে উঠলেন নেটিজেন

ঐন্দ্রিলা

প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার ইনস্টাগ্রাম প্রোফাইল আবার জ্বলে উঠল, প্রোফাইলে আচমকাই ভেসে উঠল এক টুকরো স্মৃতি, কিছুক্ষণের জন্য যেন থমকে গেল তার ভক্তরা। দেড়েক আগে কোনও এক অভিশপ্ত দিন আমাদের সকলের প্রিয় ঐন্দ্রিলাকে কেড়ে নিয়েছে।

মাত্র ২৪ বছর বয়সে অকালেই প্রাণ হারিয়েছেন এই অভিনেত্রী। তার মৃত্যু গোটা একটা জেনারেশনকে নাড়িয়ে দিয়েছিল। এক বছর পর প্রয়াত ঐন্দ্রিলার ইনস্টা একাউন্ট থেকে পোস্ট করা ছবি দেখে এক মিনিটের জন্য বুক কেঁপে উঠেছিল সকলের, কমেন্ট করে এমনটাই অভিজ্ঞতার কথা জানিয়েছেন নেটিজেনরা।

আসলে ঐন্দ্রিলা চলে গেলেও তার সোশ্যাল মিডিয়া একাউন্ট গুলো যে পড়ে রয়েছে। সেই প্রোফাইলে রয়েছে তার হাজারও স্মৃতি। তার ভক্তরা যে ভীষণ মিস করেন তাকে। তাই সকলের মাঝে ঐন্দ্রিলার স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য এই ছোট প্রায়স পরিবারের। কাছের মানুষরা এখন অভিনেত্রী প্রোফাইলটা একটিভ রাখছেন।

গতকাল পরিবাররে মানুষরাই তার প্রোফাইলে তার একটি পুরনো হাসি মুখের ছবি পোস্ট করে। ছবিটি সেই সময় তোলা যখন অভিনেত্রী দ্বিতীয় বারের ক্যান্সারের ধাক্কা সামলে ফিরে এসেছিল। আচমকাই তার পোস্ট দেখে চমকে উঠেছিল সকলে।

ঐন্দ্রিলা নেই ঠিকিই কিন্তু আজও তার ছবিতে উপচে পড়ছে কমেন্ট। অভিনেত্রী ঐন্দ্রিলা সেন লেখেন, “লাভ ইউ সোনা…তুই আমাদের সাথেই আসিছ।” ছবি দেখে কয়েকটি কমেন্ট বক্সে লাভ ইমোজি জুড়ে দেন অভিনেতা সায়ক চক্রবর্তী। এক নেটিজেন লেখেন, ‘স্ক্রল করতে করতে হঠাৎ থমকে গেলাম’। আবার একজন লেখেন, “একবারে এর জন্য হলে হৃদয় কেঁপে উঠলো”। আবার কেউ লেখেন, “এক সেকেন্ডের জন্য শকড হয়ে গেলাম।”