ইন্ডিয়ান আইডলের বিজেতা হবে কলকাতার মেয়ে মানসী ঘোষ, বাজি ধরলেন স্বয়ং শ্রেয়া ঘোষাল

মানসী ঘোষ

ইন্ডিয়ান আইডেল সিজেন ১৫ এর বিজেতার নাম জানতে আর কিছু সময়ের অপেক্ষা। সেরা ৫ এর মধ্যে তিনজন পশ্চিমবঙ্গের। তবে কি এবার বাঙালি মাথায় উঠবে শিরোপা। কে হবে এবার জয়ী? সেটা জানার অপেক্ষাতেই রয়েছে গোটা দেশ।

দর্শকের বিচারে এগিয়ে রয়েছে কলকাতার মেয়ে মানসী ঘোষ। তাকে নিয়ে এবার বেশ উন্মাদনা রয়েছে। ৯০ শতাংশের মতে এবার ট্রফি যাবে মানসীর থলতে। এদিকে সূত্রের খবরে, জানা যাচ্ছে অলরেডি রানার আপ হয়েছে খড়গপুরের ছেলে শুভজিৎ চক্রবর্তী।

তাহলে কি মানসীই হবে এই শোয়ের বিজেতা? ২৪ বছরের মানসী ইতিমধ্যে দর্শকের মন জিতে নিয়েছে। এমনকি স্বয়ং বিচারক শ্রেয়া ঘোষাল দমদমের পাইকপাড়ার মেয়ে মানসীকে নিয়ে বাজি রেখেছেন। শ্রেয়ার দাবি মানসীই পাবে ইন্ডিয়ান আইডলের ট্রফি। এবার শুধু রেজাল্ট ঘোষণার অপেক্ষায়।