গত ডিসেম্বরেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন টলি কুইন কোয়েল মল্লিক। স্বামী ছেলে মেয়ে কে নিয়ে এখন গুছিয়ে সংসার করছেন নিসপাল সিং ঘরণী। দ্বিতীয়বার মা হওয়ার পর কেটে গেছে প্রায় দেড় মাস, ক্যামেরার সামনে আসেননি কোয়েল।
সম্প্রতি এক ব্র্যান্ডের প্রচারমূলক ইভেন্টে, গোলাপি সিল্কের শাড়িতে দেখা মিলল রঞ্জিত মল্লিক কন্যাকে। মা হবার পরেও চেহারায় খুব একটা বদল ঘটেনি নায়িকার। এদিন মুখে মিষ্টি হাসি নিয়েই সাংবাদিকদের মুখোমুখি হলেন কোয়েল।
প্রথম সন্তান কবীরের জন্মের পরেই তার মুখ প্রকাশ্যে এনেছিলেন কোয়েল-নিসপাল। তবে এবার মেয়ের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রেখেছেন এই জুটি। এমনকি মেয়ের নামও প্রকাশ্যে আনেননি তারা। এদিন মেয়ের সম্পর্কে কোয়েল জানান, “সে বহাল তবিহতে আছে। খাচ্ছে, ঘুমোচ্ছে, একটু কাঁদছে আবার ঘুমোচ্ছে”।
এই মুহূর্তে কবীর ও তার বোনুকে সাম্লাতে গিয়েই হিমশিম খাচ্ছেন নায়িকা। তবে ভাই-বোনের মধ্যে বন্ডিং সম্পর্কে বলতে গিয়ে কোয়েল জানান, “ওদের মধ্য়ে বন্ডিং হওয়াটা খুব প্রয়োজন। ও তো বোনকে পুতুল ভাবে মনে হয়। গাল টিপে দেয়। তবে আমি ওকে বোনকে চটকাতে দিই। শুরু থেকেই ও বলেছিল ওর বোনই হবে। আমরা বোঝাতাম, বোন হোক-ভাইহোক যেন সুস্থ হয়। বোন হওয়ার পর থেকে তো ওর আনন্দের সীমা নেই। খুব মজায় আছে”।
দ্বিতীয়বার মা হওয়ার আগেই বেশ কয়েকটি ছবির কাজ সেরেছিলেন কোয়েল যা এখন মুক্তির অপেক্ষায়। তবে ইতিমধ্যেই নতুন ছবির জন্য অফার পেলেও তা ফিরিয়ে দেয় কোয়েল। আপাতত ব্যক্তিগত জীবন নিয়েই বেশ ব্যস্ত অভিনেত্রী।
View this post on Instagram