প্রতি বছরই মল্লিক বাড়ির পুজো নিয়ে দর্শকদের কৌতূহলের পারদ থাকে তুঙ্গে। এবছর অনুরাগীদের উত্তেজনা বাড়লও আরও কয়েক গুণ। ডিসেম্বরেই কোয়েল মল্লিকের কোল আলো করে আসে মেয়ে কাব্য। এতদিন মেয়ের মুখ আড়ালে রাখলেও অবশেষে পুজোর মরশুমে মেয়েকে সামনে আনলেন কোয়েল ও নিসপাল।
মহাসপ্তামীর দিন সকালে পুজো মন্ডপে মায়ের কোলে দেখা গেল খুদে একরত্তি কাব্যকে। শুধু তাই নয়, মেয়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন কোয়েল।
সোশ্যাল মিডিয়ায় মেয়ে কাব্যর সঙ্গে পরিচয় করালেন কোয়েল। এদিন হলুদ পোশাকে কবীর অর্থাৎ কোয়েলের ছেলে ও মেয়ে কাব্যকে সামনে আনলেন তারকা জুটি। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট শেয়ার হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়ে যায়।
Tv9 বাংলাকে কোয়েল বলেছিলেন, “আমার মেয়ের অই প্রথম পুজো। ও তো বোঝে না, তবে ওকে নিয়েই এবারের পুজোটা একটু অন্য রকম হতে চলেছে। অনেক শপিং করা হচ্ছে ওর। গতবছর ও আমার ভিতর ছিল, এবার প্রথম পুজো দেখবে।”
এ বছর ১০১ বছরে পা দিল মল্লিক পরিবারের দুর্গাপুজো, আর তাতে ভরপুর উৎসাহে মেতে উঠেছেন কোয়েল ও গোটা মল্লিক পরিবার।