মোহর ধারাবাহিকের পর ফের ধারাবাহিকের স্লট পাল্টানো নিয়ে ক্ষোভের মুখে পড়লো স্টার জলসা। জনপ্রিয় ধারাবাহিক মোহরের পর এবার টাইম স্লট পরিবর্তন করা হল ‘দেশের মাটি’ ধারাবাহিকের। স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’। এই নতুন ধারাবাহিকের সময় সামনে আসতেই দর্শক বেজায় চটেছে।
নতুন ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’ আনা হয়েছে ‘দেশের মাটি’ ধারাবাহিকের টাইম স্লটে। ১লা নভেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ৬ টায় সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিকটি। ‘দেশের মাটি’ ধারাবাহিকের রাজা ও মাম্পির অনুরাগীরা অর্থাৎ ‘রাম্পিয়ান’-রা এবং নোয়া-কিয়ানের অনুরাগীরা নেট মাধ্যমে সমালোচনার ঝড় তুলেছেন।
খবর প্রকাশ পাওয়া মাত্র ক্ষোভে ফুঁসছে রাম্পিয়ানরা। দর্শকদের অনেকেই আবার ভাবছেন ধারাবাহিক বন্ধ করে দেওয়া হবে। যদিও ধারাবাহিক বন্ধের কোনও পরিকল্পনা নেই চ্যানেলের। তবে তাতেও সমর্থনে নেই দর্শক। দেশের মাটি’ অনুরাগীরা স্টার জলসার পেজে গিয়ে প্রতিবাদ জানিয়েছে ‘দেশের মাটি’র সময় পরিবর্তন করার জন্য।
স্টার জলসার অফিশিয়াল পেজে গিয়ে অনেকেই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “কিছু বলার শক্তি, ক্ষমতা, ইচ্ছে সত্যিই কিছু অবশিষ্ট নেই আর। শুধু একটাই কথা বলবো…. এতোগুলো মানুষের কষ্ট, চোখের জল, হাহাকার আর দীর্ঘশ্বাসের ফল দিতে হবে। যেটা আপনাদের জন্য শুধুই Business ছিল.. সেটা আমাদের কাছে সবটা ছিল..সবটা….!!! ভালো করলেন না এটা। এতোটা Unfair treatment করে ভালো করলেন না। এর দাম আজ না হোক কাল দিতেই হবে। Carry On”।
আবার কারও মন্তব্য, “আরেহ দেখবো দেখবো এই সিরিয়াল কত টিআরপি দেয়। দেশের মাটিকে সরিয়ে এটাকে আনলেন তো? আমাদের রাজা মাম্পিকে কেড়ে নিলেন তো। আমাদের চোখের জলের দাম দিতে হবে”। স্টার জলসা ইন্সটা অফিশিয়াল পেজে চোখ রাখলে এইরকম অনেক প্রতিবাদ মন্তব্য চোখে পড়ছে।
View this post on Instagram