করোনায় আক্রান্ত অনির্বাণ ভট্টাচার্য, কেমন আছেন অভিনেতা?

করোনায় আক্রান্ত

করোনায় আক্রান্ত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ১২ দিন আগে কোভিড রিপোর্ট পজেটিভ আসে তার। যদিও এখন অনেকটাই সুস্থ অভিনেতা। ঘরে বিচ্ছিন্ন হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা চালাচ্ছেন।

১২ দিন ধরে উপসর্গহীন সংক্রমণে ভুগছেন অনির্বাণ ভট্টাচার্য। ডাক্তারের পরামর্শের বিন্দুমাত্র কোনও ত্রুটি রাখছেন না। ঠিক ১২ দিন আগেই মুক্তি পেয়েছে অনির্বাণ অভিনীত ছবি ‘গোলন্দাজ’। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় রয়েছেন দেব। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন অনির্বাণ।

ছবি মুক্তির দিন পঞ্চমীতে এসেছিলেন অভিনেতা। তারপরই নাকি কোভিড ধরা পড়ে। তার সহকর্মী, গোটা ইন্ডাস্ট্রি এবং তার অনুরাগীরা অনির্বাণের দ্রুত সুস্থতা কামনা করছেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here