বিয়ের পর ফের ছোটপর্দায় ফিরছেন কাঞ্চন পত্নী শ্রীময়ী

শ্রীময়ী চট্টরাজ

টেলিভিশনের পর্দায় অন্যতম চর্চিত জুটি কাঞ্চন- শ্রীময়ী। গতবছরেই সাতপাকে বাঁধা পড়েন এই তারকা দম্পতি আর বিয়ের বছরেই তাদের ঘর আলো করে জন্ম নেয় ছোট্ট কৃষভি। এতদিন মাতৃত্বকালীন ছুটিতেই ছিলেন শ্রীময়ী চট্টরাজ। তবে এবার বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সুখবর জানালেন কাঞ্চন পত্নী।

আবারও কাজে ফেরার খবর দিলেন শ্রীময়ী। সম্প্রতি টিভি নাইন বাংলার কাছে শ্রীময়ী জানিয়েছেন স্টার জলসা’র পর্দায় আসন্ন নতুন ধারাবাহিকে কাজ করতে চলেছেন অভিনেত্রী, সেখানে একজন মায়ের চরিত্রে দেখা যাবে শ্রীময়ীকে। প্রযোজনায় স্বর্ণেন্দু সমাদ্দারের ‘ক্রেজি আইডিয়াজ মিডিয়া’।

ধারাবাহিকের মুখ‍্য চরিত্রে দেখা যাবে অর্ণব বন্দ‍্যোপাধ‍্যায়, অভিষেক বীর শর্মা আর দিয়া বসুকে। ইতিমধ্যেই শ্যুটিং হয়ে গিয়েছে এই ধারাবাহিকের প্রোমোর। তবে এখনও পর্যন্ত ধারাবাহিকের কোনও তথ্য অফিসিয়ালি সামনে আনা হয়নি চ্যানেলের তরফে।