‘ব্রেকআপের পর আর ছবি করা হয়নি’, চুমকি চৌধুরীর সাথে ছবি না করতে পারার আফসোস জানালেন জয় ব্যানার্জি

জয় ব্যানার্জী

৯০ এর দশকে টলিউড ইন্ডাস্ট্রির চর্চিত জুটি ছিল অভিনেতা জয় ব্যানার্জী ও অভিনেত্রী চুমকি চৌধুরী। অঞ্জন চৌধুরীর ‘অভাগিনী’ ও ‘হীরক জয়ন্তী’ ছবিতে জুটি হিসেবে কাজ করেছেন জয়-চুমকি। সেই সময় থেকেই চুমকির সঙ্গে প্রেম এবং পরবর্তী সময়ে বিয়ের পরিকল্পনাও করেছিলেন এই জুটি।

আচমকাই প্রেম ভাঙে তাদের। এই প্রসঙ্গে জয় ব্যানার্জী কোন এক সাক্ষাৎকারে জানান, পেশাগত জীবনের উপর তার ব্যক্তিগত জীবনের ছায়া না পরতে দিলেই হয়ত ভালো হত। তা নাহলে অঞ্জন চৌধুরী আরও কয়েকটি ছবিতে চুমকির বিপরীতে কাজ করার সুযোগ পাওয়া যেত।

পাশাপাশি নায়িকাকা ভালো লাগার কারণও জানিয়েছেন জয় ব্যানার্জী। অভিনেতার কথায়, অঞ্জন চৌধুরী কন্যা চুমকি ছিলেন শান্ত, নম্র-ভদ্র, ঘরোয়া এবং আন্তরিক। পারিবারিক দায়িত্বও সামলাতেন একা হাতে। এমনকি বাবা অঞ্জন চৌধুরীর রোজকার খাবার, ওষুধপত্র সবকিছুর দায়িত্ব পালন করতেন চুমকি।

অভিনয়ের দিক থেকেও সাবলিল অভিনেত্রী। যেমন রুপ তেমন তেমন তার মুখের লালিত্য। চুমকির মধ্যে থাকা গুণ গুলোই তাকে পছন্দ হওয়ার একমাত্র কারণ বলেই জানিয়েছেন অভিনেতা।

ব্যক্তিগত জীবনে লোকেশ ঘোষকে বিয়ে করার পর কিছুদিনের মাথায় বিচ্ছেদ ঘটে চুমকির। পরবর্তীতে যাত্রার প্রথম শাড়ির পরিচালকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন চুমকি। বর্তমানে তিনিও প্রয়াত।