চলতি সপ্তাহে প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি। আবার হেরে গেলো জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। বাংলার টপার স্থান ছিনিয়ে নিল ‘নিম ফুলের মধু’। ফুলকির কাছে হারতে হল জগদ্ধাত্রীকে।
শ্বেতা ভট্টাচার্যের ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক বিগত কয়েক সপ্তাহ ধরেই ভালো টিআরপি অর্জন করছে। নতুন ধারাবাহিক ‘অষ্টমী’ প্রথম সপ্তাহে টিআরপির দশের তালিকায় উঠে এলো। জনপ্রিয় ধারাবাহিক গীতা LLB বিপরীতে স্লট লিড না করলেও খুব কম নম্বর ব্যবধানে রয়েছে সপ্তর্ষি মৌলিকের নতুন ধারাবাহিকটি।
টিআরপির প্রথম স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’, তার প্রাপ্ত নম্বর ৭.৯। দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি (৭.৬) এবং ৭.৩ নম্বর নিয়ে তৃতীয় স্থনে জগদ্ধাত্রী ধারাবাহিক। ৬.৯ রেটিং নিয়ে চতুর্থ স্থানে ‘কোন গোপনে মন ভেসেছে’। পঞ্চম স্থানে রয়েছে ‘গীতা LLB’, তার প্রাপ্ত নম্বর ৬.৮।
প্রথম – নিম ফুলের মধু (৭.৯)
দ্বিতীয় – ফুলকি (৭.৬)
তৃতীয় – জগদ্ধাত্রী (৭.৩)
চতুর্থ – কোন গোপনে মন ভেসেছে (৬.৯)
পঞ্চম – গীতা LLB (৬.৮)
ষষ্ঠ – কথা (৬.৩)
সপ্তম – অনুরাগের ছোয়া (৫.৮)
অষ্টম – জল থই থই ভালোবাসা (৫.৭)
নবম – অষ্টমী(Opening) (৫.৪)
দশম – বধূয়া (৫.৩)