১ বছর পর পর্দায় ফিরলেন স্টার জলসার জনপ্রিয় নায়িকা

অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি

বাংলা টেলিভিশনের এরকম অনেক পরিচিত মুখ রয়েছে যারা দীর্ঘদিন ধরে পর্দা থেকে গায়েব। আর তাদের আচমকাই আবার টিভির পর্দায় দেখলে খুশি হয়ে যান তাদের অনুরাগীরা।

ঠিক তেমনি একজন বহুদিন পর পর্দায় ফিরছেন। তিনি হলেন অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি। যাকে শেষ দেখা যায় স্টার জলসার ‘জল থৈ থৈ’ ভালোবাসা ধারাবাহিকে। এই ধারাবাহিক শেষ হওয়ার পর পড়ায় এক বছর তাকে আর পর্দায় দেখা যায় না।

অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জি

তবে বহুদিন বাদে আবার পর্দায় ফিরলেন অভিনেত্রী। তবে এবার প্রধান সারির চ্যানেলে নয়, সান বাংলা চ্যানেলের হাত ধরে পর্দায় ফিরলেন। সান বাংলায় ‘কোন সে আলো স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে নতুন রুপে তাকে দেখা যাবে।