বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অভিনেত্রী ইশা সাহা। ২০১৬ সালের স্টার জলসার ধারাবাহিক ঝাঁঝ লবঙ্গ ফুল এর হাত ধরে অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। তারপরেই বড় পর্দায় অভিনয় করার সুযোগ আসে। অভিনেত্রীর কাজ নিয়ে নেটিজেনদের যতটা কৌতূহল তেমন তার ব্যক্তিগত জীবনও বরাবর চর্চায় থাকে নেটপাড়ায়।
বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে উঠে এসেছে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে নাকি প্রেম করছেন ইশা। তবে ইন্দ্রনীল এর সঙ্গে নাম জানানোর পর পুরো ব্যাপারটাকে বেশ ঠান্ডা মাথায় সামলে ছিলেন ইশা।
এবার সেই বিষয় নিয়েই সাক্ষাৎকারে নিজের স্পষ্ট বক্তব্য জানালেন ইশা। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ইন্দ্রনীলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন এতটা সহজভাবে সামলালেন কি করে তিনি?
ইশা বলেন, ‘কি করবো নিজের মাথা খারাপ করে, নিজেকে উত্তেজিত করে জন্য লাভ নেই সেই তো নিজের শরীর খারাপ করা তাই সেসব করে কোন লাভ নেই। শেষমেষ ক্ষতিটা কার হচ্ছে? যারা নিউজগুলো বানাচ্ছে তাদের, নাকি আমার। আমি পাঁচটা কথা বলব তারা ১০ টা কথা বলবে আমি নিজের হাতে তাদেরকে আমাকে নিয়ে নোংরামো করার সুযোগটা তুলে দেবো সেটা আমি কেন করব। জীবনে কখনো কারো থেকে অনুমতি চাইনি আমি কি করবো না করবো।’ ইশার কথা অনুযায়ী এই পুরো বিষয়টাই গুজব। যাতে অভিনেত্রী একেবারেই মাথা ঘামাতে চাননা।