মিঠাই ধারাবাহিক টেক্কা দিতে কি পারবে ধূলোকণা?

মিঠাই

মিঠাইয়ের ম্যাজিক বিগত দুইমাস ধরে ছড়িয়ে পড়ছে গোটা বাংলায়। প্রতিনিয়ত টেক্কা দিচ্ছে বাকি ধারাবাহিকগুলিকে। লক্ষ্য করলে দেখা যাবে, জি-বাংলায় মিঠাই ধারাবাহিক আসার পরই টিআরপি রেটিংয়ে থমকে গেছে স্টার জলসার একাধিক ধারাবাহিক।

বিগত দুইমাস আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’ সবেচেয়ে বেশি টিআরপি ছিল। কিন্তু ইদানীং খড়কুটোর গল্পে গুনগুন ও সৌজন্যে এক্সট্রা রসায়ন আনলেও টিআরপি দৌড়ে হারাতে পারছে না মিঠাইকে। কারণ মিঠাইয়ের মিষ্টি কথায় গোটা বাংলার দর্শক জর্জরিত।

মিঠাই রানীকে হারাতেই কি স্টার জলসা চ্যানেলের নতুন পরিকল্পনা? লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ‘ম্যাজিক মোমেন্টস’-এর হাত ধরে নিয়ে এল নতুন ধারাবাহিক ধূলোকণা। তাও আবার রাত ৮টার স্লটে। যখন জি-বাংলায় টিভির পর্দায় মিঠাই সম্প্রচারিত হয়।

এবার কি সৌমিতৃষাকে টেক্কা দেবে অভিনেত্রী মানালি দে?  ধূলোকণার অভিনেত্রী মানালি দে জানায়, “কম্পিটিশন হিসাবে নিচ্ছি না, তবে দায়িত্বতো থাকেই। আমি আমার সেরা দেব। শুধু এইটুকু বলতে পারি এটা এমন একটা গল্প যা দর্শক দীর্ঘদিন মনে রাখবে”।

মিঠাই এবং সিদ্ধার্থ মোদকের জুটিকে ছাপিয়ে যেতে পারবে ধূলোকণার নতুন জুটি? এখন শুধু সেইদিকেই চোখ দুই চ্যানেলের।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here