দেশে করোনার পরিস্থিতি যখন সঙ্কটে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেচ্ছে। সেই কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষ যাত্রীবাহী ট্রেন ১২ আগস্ট অবধি স্থগিত রাখার সিধান্ত নিল। রেলওয়ে এক বিবৃতিতে জানানো হয়। ২০২০ সালের ১৪ ই এপ্রিল বা তার আগে যারা যাত্রী টিকিট বুক করেছিলেন, তাদের পুরো অর্থ ফেরত পাবেন।
আরও পড়ুন । ভারতে অ্যামাজন চাকরি ঘোষণা করেছে, রইল আবেদনের পদ্ধতি
লকডাউনের ২ মাস পর ১২ মে থেকে চালু করা হয়েছিল স্পেশাল ট্রেন। বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে মে মাসে চালু করা হয়েছিল শ্রমিক ট্রেন। ১২ আগস্ট পর্যন্ত রেল পরিষেবা বন্ধ করলেও চালু থাকবে স্পেশাল ট্রেন। এমনটাই জানানো হয়েছে ভারতীয় রেল পরিষেবা থেকে।
আরও পড়ুন । স্নাপচ্যাট বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এআরর সহযোগিতায় লেন্স চালু করছে
জরুরীকালীন পরিস্থিতির জন্য রাজ্যের শহরতলিতে বেশ কিছু স্পেশাল ট্রেন স্বাস্থ্য কর্মী ও জরুরী পরিষেবা কর্মীদের জন্য চালু থাকবে। তবে যাত্রীবাহী রেল পরিষেবা আপাতত চালু করবে না জানানো হয়। রেলের বিজ্ঞপ্তি অনুসারে পুনরায় রেল পরিষেবা চালু করার কথা বলা হয়েছে এবং সেখানে ঘোষণা করা হয়েছে রেলওয়ে নিয়মিত এই বিশেষ ট্রেনগুলির দখল অবস্থান পর্যবেক্ষণ করছে এবং যখনই নতুন বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হবে, সেই মুহূর্তে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন । জিও, ভোডাফোন এবং এয়ারটেলের ২জিবি নতুন অফার
[“Source:- www.aninews.in“]