‘মি. পারফেকশনিস্ট’-এর হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন ইমরান। এরপর ‘জানে তু ইয়া জানে না’ ছবিতে অভিনয়ের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় অভিনেতা। ২০১৫ সালে ‘কাট্টি বাট্টি’ ছবিতে ইমরানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল। তারপর থেকে পর্দা থেকে হারিয়ে গিয়েছিলেন অভিনেতা।
দীর্ঘ ১০ বছর পর আবারও পর্দায় কামব্যাক করতে প্রস্তুত বলিউড সুপারস্টার আমির খান এর ভাগ্নে ইমরান খান। জানা গিয়েছে, ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স এ মুক্তি হতে চলেছে ইমরান খানের পরবর্তী ছবি।
নেটফ্লিক্সে আগামী এপ্রিল মাসে শুরু হচ্ছে ইমরানের ছবির শুটিং। বহু বছর বাদে পর্দায় ফিরে ভূমি পেডনেকর সঙ্গে জুটি বাঁধবেন ইমরান। ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন দানিশ আসলাম যিনি এর আগেও ইমরান-দীপিকাকে নিয়ে ‘ব্রেক কে বাদ’ ছবিটি তৈরি করেছিলেন। ছবির প্রযোজকের দায়িত্বে থাকবেন স্বয়ং আমির খান।