‘সিনেমার গল্প ভালো না হলে, রঞ্জিত-মিঠুন-পরান থাকলেও চলবে না’, বললেন রঞ্জিত মল্লিক

অভিনেতা রঞ্জিত মল্লিক

অভিনেতা রঞ্জিত মল্লিক হলেন এমন একজন অভিনেতা যাকে চেনার জন্য তার নামটাই যথেষ্ট। একটা সময় বড়পর্দায় দাপিয়ে অভিনয় করছেন। তার ছবি মানেই হিট। তার ডায়লগ “চাবকে পিঠের ছাল তুলে নেব’ আজও মানুষের মুখে মুখে।  তাকে সিনেমা দেখার জন্য ভক্তদের লাইন চোখে পড়ার মতো ছিল সেইসময়। পর্দায় তার অভিনয় দেখে যেমন দর্শক ফ্যাচফ্যাচ করে কেঁদেছেন আবার তার অভিনয়ে হেসেছেন। কিন্তু সেই সব স্বর্ণযুগ আজ আর কোথায়?

বর্তমান যুগের সিনেমায় এসেছে বিরাট পরিবর্তন, নেই ভালো গল্প, নেই ভালো সামাজিক বার্তা। আর তার জন্যই নিজেকে অভিনয় জগত থেকে আড়াল করে নিয়েছিলেন অভিনেতা। দীর্ঘ বছর পর আবার ছবিতে ফিরছেন রঞ্জিত। এই প্রসঙ্গে এক নামী সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন অভিনেতা।

রঞ্জিত মল্লিক বলেন, “আমি নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলাম অভিনয় জগত থেকে। তরুণ মজুমদারের অনুরোধে আবার ফিরছি কারণ এটা পারিবারিক ছবি। বর্তমানে সিনেমা করার আগে গল্পের উপর নজর দিই। ভালো গল্প না হলে যতই নামী পরিচালকের ছবি হোক না কেন, ছবি করার প্রশ্ন আসে না। সেই ছবি করব যা ভালো বার্তা দেবে এবং ছবি দেখে মানুষ প্রাণ খুলে হাসবে”।

অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়, দেবের পাশে পরান বন্দ্যোপাধ্যায় বা মিঠুন চক্রবর্তী থাকলে অথবা অঙ্কুশের পাশে রঞ্জিত মল্লিক থাকলে দর্শকের আগ্রহটা বাড়ছে কেন? উত্তরে রঞ্জিত মল্লিক জানান, “এমনটা নয়, আমাদের ছাড়াও ওদের ছবি হিট হয়েছে। একটা ছবিতে ভালো গল্প দরকার। সিনেমার গল্প ভালো না হলে, রঞ্জিত-মিঠুন-পরান থাকলেও কিচ্ছু এসে যায় না”!

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here