‘আমি মিথ্যা কথা বলি’, আচমকা কেন এমন বললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য?

অপরাজিতা আঢ্য

বাংলা বিনোদন জগতের এই সময়কার অন্যতম দাপুটে অভিনেত্রী হলেন অপরাজিতা আঢ্য। একাধিক জনপ্রিয় ধারাবাহিক, সিনেমা ওয়েব সিরিজে কাজ করেছেন। টেলিভিশনের পর্দায় হোক বা রুপোলি পর্দা সবক্ষেত্রেই ভিন্ন রকম চরিত্রে অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি।

নিজের অভিনয় দিয়ে যেমন দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন তেমন বাস্তবেও ভীষণ হাসিখুশি, খোলা মনের মানুষ অপরাজিতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কে বেশকিছু কথা শেয়ার করলেন অভিনেত্রী। নিজেকে নিয়ে কোনদিনই রাখঢাক করেননি।

অভিনেত্রী কি নির্ভরশীল? এমন প্রশ্ন করা হলে উত্তরে অপরাজিতা জানান, ‘আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। মানুষ একা আসে আবার তাকে একাই যেতে হয়, তাও মানুষ এমন একটা জীব যে নির্ভর করতে ভালোবাসে। আর আমিও তাদের মধ্যে একজন। অনেকেই বলে আমি স্বাধীন, একাই চলতে পারব। কিন্তু আমি মিথ্যা কথা বলি, আমি প্রচন্ডভাবে নির্ভরশীল হতে চাই। নিজের সাথে মিথ্যাচার করি। নিজেকে নিজে বোঝাই যে আমি নির্ভরশীল নই।’